জোকা থেকে মাঝেরহাটে বাড়ছে মেট্রো, বিশেষ উদ্যোগ কর্তৃপক্ষের

Kolkata Metro

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন মাস পড়তেই মেট্রো যাত্রীদের জন্য নিয়ে আসা হল এক বড় সুখবর! আজ থেকেই পার্পেল লাইনে বাড়তে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা। শহরতলির যাত্রীদের সুবিধার্থে পাশাপাশি বাড়ছে পরিষেবার সময়ও। জানা গিয়েছে আজ থেকে সপ্তাহের দিনগুলিতে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। আশা করা যাচ্ছে মেট্রোর এই বিশেষ উদ্যোগে মাঝেরহাট স্টেশন হয়ে যে সকল যাত্রী নিত্য যাতায়াত করেন তারা বিশেষ ভাবে উপকৃত হতে চলেছেন।

বিশেষ উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের

রিপোর্ট অনুযায়ী, কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জোকা-মাঝেরহাট মেট্রোর লাইনে আজ অর্থাৎ সোমবার থেকে প্রতিদিন ৮০টির জায়গায় ৮৪টি ট্রেন চলবে। আগে এই মেট্রোর সংখ্যা ছিল ৮০ টি। আপে ৪০ টি ট্রেন যেত এবং ডাউনে ৪০ টি ট্রেন, কিন্তু তাতেও ভিড়ের পরিমাণ ছিল অত্যাধিক। শুধু যে মেট্রোর সংখ্যা বাড়বে তা নয়, এর পাশাপাশি, মেট্রোর সময়সীমাও বাড়ানো হয়েছে। সকালে জোকা থেকে দিনের প্রথম ট্রেন ৬টা ৫০ মিনিটের জায়গায় ৬টা ৪০ মিনিটে মাঝেরহাট দিকে ছাড়বে। একই ভাবে মাঝেরহাট থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৪ মিনিটের পরিবর্তে সকাল ৭টা ৩ মিনিটে ছাড়বে।

যাত্রীদের সুবিধার্থে নেওয়া হল বড় সিদ্ধান্ত

মেট্রোর নয়া সময় অনুযায়ী পার্পেল লাইনে রাত ৮টা ৩৬ মিনিটের বদলে জোকা থেকে রাত ৯টা ৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। একই ভাবে, মাঝেরহাট থেকে রাত ৮টা ৫৭ মিনিটের পরিবর্তে ৯টা ২৬ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। জানা গিয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে চলতি বছরের মে মাস থেকে ওই মেট্রো লাইন ব্যাপক গুরুত্ব পেয়েছে যাত্রীদের কাছে। আর তাতেই এই সিদ্ধান্ত। যদিও এর আগে গত ৫ মে ওই মেট্রোয় এক ধাক্কায় সারা দিনে মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছিল। আপ ও ডাউনে মেট্রো সংখ্যা ১৮ থেকে সটান করে বাড়িয়ে দেওয়া হয়েছিল ৪০ এ। আর এবার কয়েক মাস ঘুরতে না ঘুরতেই দফায় দফায় ওই মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়ানো হল।

আরও পড়ুন: টেস্টে ফিরে আসছেন বিরাট কোহলি? স্পষ্ট করে দিলেন চিকু

প্রসঙ্গত, আজ থেকে পার্পেল লাইনের মেট্রো সংখ্য বাড়লেও গত ২৪ নভেম্বর থেকে অরেঞ্জ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো পরিষেবা দেওয়া শুরু করেছে কলকাতা মেট্রো। প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত ৩১টি আপ এবং ৩১টি ডাউন চালু করা হয়েছে। মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি একই সঙ্গে প্রথম এবং শেষ মেট্রোর সময়েও আনা হয়েছে বড় বদল।

Leave a Comment