প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তাইতো সেই নির্বাচনকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনও এগিয়ে আনা হয়েছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি থেকে, এদিকে এখনও মেলেনি বিনামূল্যের টেস্ট পেপার। এবার তাই কবে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) বিনামূল্যের টেস্ট পেপার পাবে তারা, সেই দিকে তাকিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী।
মধ্যশিক্ষা পর্ষদের পেপার নিয়ে সমস্যা
ফি বছর মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পৌঁছতে জানুয়ারি মাস হয়ে যেত। ফলে অভিযোগ উঠত যে সাধারণ পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে প্রয়োজনীয় সময়ই পেত না। কিন্তু এবার পরীক্ষা অনেকটাই এগিয়ে এসেছে। সেক্ষেত্রে ডিসেম্বরে টেস্ট পেপার না এলে অনেকটাই সমস্যায় পড়বে পরীক্ষার্থীরা। জানা গিয়েছে ইতিমধ্যে বাজারে বেসরকারি ভাবে বিভিন্ন টেস্ট পেপার ইতিমধ্যেই চলে এসেছে। কিন্তু যে দফতর পরীক্ষা পরিচালনা করছে, তাদের টেস্ট পেপারের এখনও হাতে আসেনি। তাই এখন বাধ্য হয়েই পরীক্ষার্থীদের ভরসা করতে হচ্ছে বেসরকারি ভাবে প্রকাশিত টেস্ট পেপারের ওপর। এমতাবস্থায় টেস্ট পেপার দেওয়া নিয়ে বড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ।
কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ?
রিপোর্ট মোতাবেক মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ২০২৬ এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়ে যাবে। জানা গিয়েছে এ বার আর টেস্ট পেপার জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে স্কুলগুলিকে আনতে হবে না। স্কুলে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। রাজ্য জুড়ে সব স্কুল একই দিনে টেস্ট পেপার পাবে। আর সম্পূর্ণ বিনামূল্যে মিলবে এই পেপার। এদিকে শিক্ষকদের একাংশ মনে করছে ১৫ ডিসেম্বর টেস্ট পেপার বেরোলেও সেটা দেরি হবে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছতে, তাই এবারেও টেস্ট পেপার নিয়ে সমস্যায় পড়তে হবে।
আরও পড়ুন: বাংলায় মৃত ভোটারের সংখ্যা ২১ লক্ষের বেশি! শীর্ষে কোন জেলা? বড় আপডেট কমিশনের
প্রসঙ্গত, এবিটিএ-এর টেস্ট পেপার প্রসঙ্গে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানিয়েছেন, ‘‘আমাদের এবিটিএ-এর টেস্ট পেপার রাজ্য জুড়ে প্রকাশ করেছি ২৪ নভেম্বর। ওই দিনে রাজ্যের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী টেস্ট পেপার পেয়েছে। আমাদের টেস্ট পেপার তৈরি করেছেন অভিজ্ঞ শিক্ষকেরা। তারা আগামী মাধ্যমিক পরীক্ষারজন্য মডেল প্রশ্নও প্রকাশ করেছেন।’’ এখন দেখার পালা মধ্যশিক্ষা পর্ষদ কবে তাঁদের টেস্ট পেপার প্রকাশ্যে আনে।