আজ থেকেই রিচার্জের দাম বাড়াচ্ছে Jio, এয়ারটেল, Vi? এল বড় খবর

Recharge Plan Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিসেম্বরের প্রথম দিন থেকেই সত্যিই কি ধাক্কা পড়ল মধ্যবিত্তের বাজেটে? যদি মোবাইল চার্জ করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, বিভিন্ন পেমেন্ট অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন একটি নোটিফিকেশন যে, 1 ডিসেম্বর থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দাম নাকি বাড়তে পারে (Recharge Plan Hike)। আর এই খবর গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল। তবে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও বাড়ছে।

কোথা থেকে শুরু এই বিতর্ক?

সম্প্রতি এক্স হ্যান্ডেলে @yabhishekhd নামের এক ব্যবহারকারী দাবী করেছেন যে, তিনি একটি পেমেন্ট অ্যাপ থেকে নোটিফিকেশন পেয়েছেন 1 ডিসেম্বর থেকে রিচার্জের দাম বাড়তে পারে। তাই এখনই রিচার্জ করে নিন। আর এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও টেলিকম কোম্পানিগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

রিচার্জ প্ল্যানের দাম কি সত্যিই বাড়ছে?

টেলিকম ইন্ডাস্ট্রি সূত্র মারফৎ খবর, 5G নেটওয়ার্ক চালু এবং রক্ষণাবেক্ষণ করার জন্য বড় অংকের বিনিয়োগ দরকার। আর গত কয়েক বছর ধরে রিচার্জ প্ল্যানের দামে বড়সড় বৃদ্ধি হয়নি। তবে আর্থিক চাপে সংস্থার নতুন বিনিয়োগের দরকার। আর এই কারণে জিও, এয়ারটেল এবং ভিআই ভবিষ্যতে রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 12% পর্যন্ত বাড়াতে পারে। তবে আজ থেকে যে বাড়ছে এমনটা জানানো হয়নি।

আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে দাবি করছেন যে, দাম বাড়ার আগে দ্রুত রিচার্জ করুন। এমন কিছু নোটিফিকেশন পাঠাচ্ছে অ্যাপগুলি। যদিও এর সত্যতা বা উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, বর্তমানে 199 টাকার মাসিক প্ল্যানের দাম বেড়ে 222 টাকা হতে পারে আর 899 টাকার প্ল্যানটির দাম বেড়ে 1006 টাকা হতে পারে।

আরও পড়ুন: এসএসসি-কে দাগি ৭,২৯৩ জনের পুরো তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার!

উল্লেখ্য, ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলি কম দামি প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে। যেমন জিওর 395 টাকায় 84 দিনের যে প্ল্যান ছিল, সেটি সরিয়ে দিয়েছে। আর প্রতিদিন 1GB ডেটার কোনও সস্তার প্যাক পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, সংস্থাগুলি ভবিষ্যতের মূল্যবৃদ্ধির আগেই গ্রাহকদের দীর্ঘমেয়াদী রিচার্জ করার প্রবণতা বাড়াচ্ছে। আর সেই সুযোগে কিছু প্ল্যান আগে থেকেই উঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার, রিচার্জ প্ল্যানের দাম সত্যিই বাড়ে কিনা।

Leave a Comment