বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের সুরক্ষার দায়িত্ব এবার রোবটের হাতে সঁপে দিল রেল (Rail Underwater Robots)! সাধারণত ট্রেনে যখন নদীর উপর থেকে যায়, তখন যাত্রীদের প্রাণ একপ্রকার নিজের হাতে ধরে রাখে রেল ব্রিজগুলি। আসলে নদীর উপর থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছোটার সময় ট্রেনের একমাত্র ভরসা এই ব্রিজ। আর সেই ব্রিজ দাঁড়িয়ে থাকে বৃহৎ আকার স্তম্ভগুলির উপর। যা নদীর একেবারে গভীরে মাটির তলদেশে গেঁথে রয়েছে। তবে ওই স্তম্ভগুলির উপর যেহেতু নির্ভর করে ব্রিজের স্থায়িত্ব, তাই যাত্রীদের সুরক্ষার্থে সেগুলি জলের তলায় ঠিকঠাক রয়েছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন। এবার সেই কাজের দায়িত্বই গেল রোবটের হাতে।
যাত্রী সুরক্ষায় এবার জলের নিচে রোবট নামাল রেল
ANI এর এক রিপোর্ট অনুযায়ী, ট্রেন তার যাত্রাপথে নদী পারাপারের সময় যে ব্রিজগুলোর উপর থেকে যায়, সেই ব্রিজগুলির প্রাণশক্তি অর্থাৎ ব্রিজের স্তম্ভ গুলি জলের তলদেশের ঠিকঠাক রয়েছে কিনা তা পরীক্ষা এবং নজরদারি চালানোর জন্য জলের নিচে রোবট নামানো শুরু করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। মূলত এই বিভাগের আওতায় থাকা রেল পরিষেবা অঞ্চলগুলির ব্রিজের জলের নিচে রোবট ছাড়ছে তারা।
বলাই বাহুল্য, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে তরফে যে রোবটগুলিকে কাজে লাগানো হচ্ছে সেগুলি মূলত গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, আলট্রাসনিক পালস ভেলোসিটি পরীক্ষার মাধ্যমে তৎক্ষণাৎ সুপারস্ট্রাকচার স্ট্রেস পয়েন্ট, ওয়েল ফাউন্ডেশন, ডেক কম্পোনেন্টেশন পরীক্ষা করবে। এছাড়াও জলের নিচে ব্রিজের স্তম্ভগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেগুলির অবস্থা এখন কেমন সবটাই প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখবে এই রোবট। সেই সাথে ওই স্তম্ভগুলির ভার বহন ক্ষমতাও যাচাই করবে তারা।
NEWS | The Northeast Frontier Railway (#NFR) has carried out extensive underwater and structural inspections of major railway bridges using advanced Remotely Operated Robotic Vehicle technology.
Read: https://t.co/QEUMK8hMHc@RailwaySeva @RailNf @AshwiniVaishnaw #Assam pic.twitter.com/Vr08FG6iSV
— GPlus (@guwahatiplus) December 1, 2025
রিপোর্ট অনুযায়ী, মূলত নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অধীনে থাকা ভারতের প্রথম রেল ও সড়ক ব্রিজ হিসেবে পরিচিত অসমের ব্রহ্মপুত্র নদের উপর তৈরি সরাইঘাট ব্রিজের স্তম্ভগুলি খতিয়ে দেখতে জলের নিচে রোবট প্রবেশ করিয়ে এই পরীক্ষা চালানো হয়েছে। শুধু তাই নয়, ধাপে ধাপে আওতার মধ্যে থাকা অন্যান্য রেল ব্রিজের স্তম্ভগুলি খতিয়ে দেখতে নদীতে রোবট প্রবেশ করাচ্ছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল।
অবশ্যই পড়ুন: ভারতীয় দলে খেলতে কানাডার নাগরিকত্বও ছাড়তে রাজি হুন্ডাল, চেনেন এই ফুটবলারকে?
উল্লেখ্য, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে রোবট দিয়ে বিভিন্ন নদীর রেল ব্রিজের স্তম্ভগুলির অবস্থা পরীক্ষা করার পর তা যদি ফলদায়ক হয় তবে আগামী দিনে ধীরে ধীরে দেশের সব প্রান্তে রেলের অন্যান্য ডিভিশন গুলিতেও এই পরীক্ষা চালানো হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সে জন্য নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে রোবট দিয়ে দীর্ঘকালীন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।