বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে হাত গুটিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল। আর কোনও দিনও IPL এ ব্যাট হাতে দেখা যাবে না সেই রাসেল ঝড়। তবে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ থেকে অবসর নিলেও ফিরেছেন প্রাণের দল কলকাতা নাইট রাইডার্সেই। অবসরের সাথে সাথেই নতুন দায়িত্ব পেয়েছেন ক্যারিবিয়ান দানব। শাহরুখের দলে তিনি এখন পাওয়ার কোচ। রবিবার, সেইসব কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করার পাশাপাশি KKR দলটার প্রতি ভালবাসার কথাও স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য। চলুন রাসেলের অবসরের পর এক নজরে দেখে নেওয়া যাক তাঁর IPL এর বর্ণময় কেরিয়ার (Andre Russell IPL Career)।
এক নজরে রাসেলের IPL কেরিয়ার
সালটা 2012। সে বছর প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছিলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তবে প্রথম দল অবশ্য কলকাতা নয়, দিল্লি ক্যাপিটালসের হয়েই IPL এ হাতেখড়ি দিয়েছিলেন এই বিদেশি। এরপর 2014 সালে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেন আন্দ্রে। সেই থেকেই বেগুনি সোনালী শিবিরের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন সুনীল নারিনের প্রাক্তন সতীর্থ। বলাই বাহুল্য, প্রথমবারের মতো 60 লক্ষ টাকায় KKR এ এসেছিলেন রাসেল, এরপর থেকে ক্রমাগত তাঁর বেতন বাড়তে বাড়তে শেষ পর্যন্ত 12 কোটিতে ঠেকেছিল।
না বললেই নয়, IPL এ অভিষেক হওয়ার পর দিল্লির হয়ে মোট 7টি ম্যাচ খেলেছিলেন আন্দ্রে। এরপর 2014 সাল থেকে শুরু করে 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 2024 এবং 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজন মিলিয়ে দীর্ঘ 11 বছর কলকাতার জার্সি গায়ে মাঠে নেমে ছিলেন রাসেল। বলে রাখি, গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে রাসেল মোট 140 টি ম্যাচে অংশ নিয়ে 2,651 রান করেছিলেন। সেই দীর্ঘ যাত্রায় 12টি অর্ধশতরান রয়েছে KKR এর ঘরের ছেলের। এছাড়াও রাসেলের সর্বোচ্চ স্কোর 88। ব্যাট করার পাশাপাশি একজন দক্ষ অলরাউন্ডার হিসেবে বল হাতে রাসেল তুলেছেন মোট 123টি উইকেট। তবে যদি শুধুমাত্র কলকাতার কথা বলা হয় সেক্ষেত্রে, KKR এর জার্সি গায়ে আজ পর্যন্ত মোট 133টি ম্যাচে অংশ নিয়েছিলেন এই ক্যারিবিয়ান সুপারস্টার।
অবশ্যই পড়ুন: IPL নিলামের আগেই KKR-র নজরে এই ৩ তুখোড় বোলার!
উল্লেখ, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে IPL থেকে অবসরের কথা জানান রাসেল মাসেল। এদিন সমাজমাধ্যমের পাতায় রাসেল বলেন, “আমি IPL থেকে অবসর নিচ্ছি। তবে বিশ্বের অন্যান্য লিগ গুলিতে এবং কলকাতার হয়ে বাকি লিগে খেলা চালিয়ে যাব। দীর্ঘ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে আমার অসাধারণ সব স্মৃতি রয়েছে। KKR পরিবার থেকে যে ভালবাসা পেয়েছি তা ভোলার মতো নয়।” এদিন নিজের অবসরের কথা জানানোর পাশাপাশি সকলকে চমকে দিয়ে রাসেল বলেন, “অবসর নিলেও আমি KKR পরিবার ছেড়ে যাচ্ছি না। KKR এ আমায় নতুন ভূমিকায় দেখতে পাবেন। আমি তাদের পাওয়ার কোচ হিসেবে যোগ দিতে চলেছি।”
Scratch cards & online games have come so far! It’s cool seeing platforms like Legend Link Maya embrace both myth & tech. Thinking of checking out the legend link maya app download apk – easy access is key! Secure payments are a huge plus too. 👍