বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারে বিনিয়োগের প্রসঙ্গ উঠলে ঘাবড়ে যান অনেকেই। নিজের কষ্টার্জিত অর্থ বাঁচাতে অভিজ্ঞদের কাছে পরামর্শ নেন অনভিজ্ঞরা। তখনই উঠে আসে মাল্টিব্যাগর স্টকের (Multibagger Stock) প্রসঙ্গ। আসলে, স্টক মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের সকলের কাছেই মাল্টিব্যাগার স্টক বা অল্প সময়ে উচ্চ রিটার্ন প্রদানকারী স্টকের অভিজ্ঞতা রয়েছে। এই ধরনের স্টকগুলি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়ে থাকে। আজকের প্রতিবেদনে রইলো এমনই এক স্টকের তথ্য যা 12 বছরের মধ্যে 1 লাখ টাকাকে 81 লাখ বানিয়েছে।
1 লাখ রেখে মিলেছে 81 লাখ
চরম অনিশ্চয়তার শেয়ার বাজারে প্রায় প্রতিদিনই ডুবে যাচ্ছে বহু বিনিয়োগকারীর কষ্টের অর্থ। তবে শেয়ার বাজারের সেই ওঠাপড়াকে সঙ্গে নিয়েই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে ভারতীয় সংস্থা ফোর্স মোটরসের স্টকগুলি। অটোমোবাইলের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় নাম ফোর হুইলার থেকে শুরু করে ট্রাক প্রস্তুতকারক সংস্থা ফোর্স মোটরসের স্টক বর্তমানে স্টক মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
না বললেই নয়, গত বছরগুলিতে অটোমোবাইল খাতে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করেছে দেশীয় সংস্থা ফোর্স মোটরস। এর সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের পুনেতে। 1958 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার স্টোকগুলি এক বছরে বিনিয়োগকারীদের 164 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে দু বছরের হিসেবে এই স্টক দ্বিগুণেরও বেশি অর্থাৎ 340 শতাংশ রিটার্ন সরবরাহ করেছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে অর্থাৎ 2020 সাল থেকে 2025 সালের মধ্যে এই স্টক বিপুল রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। মাঝে অবশ্য বেশ কয়েকবার এই সংস্থার স্টক হালকা ধাক্কা খেলেও পরে ফের কয়েক গুণ শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাত্র পাঁচ বছরের মধ্যে এই সংস্থার একটি স্টকের দাম সর্বোচ্চ 21,000 টাকা ছুঁয়েছিল। যদিও আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ সোমবার এই স্টকের দাম 18,250 টাকা।
বিস্তারিতভাবে বলতে গেলে, 2013 সালে ভারতীয় সংস্থা ফোর্স মোটরসের একটি স্টক এর দাম ছিল মাত্র 225 টাকা। আজ থেকে 12 বছর আগে যদি কেউ বিশ্বাস করে এই স্টকে বিনিয়োগ করতেন তবে আজকের দিনে তিনি মালামাল হোতেন সে কথা বলার অপেক্ষা রাখে না। বলে রাখি, 2013 সালে এই স্টকে যাঁরা মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে 8,000 শতাংশ রিটার্নের সাথে তাঁরা 81 লক্ষ টাকার মালিক। হিসেবটা যদি দুই লাখে হয় তবে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 1 কোটি 62 লাখে। ভাবা যায়!
অবশ্যই পড়ুন: ফের বিলম্বের মুখে মাধ্যমিকের টেস্ট পেপার! কবে প্রকাশ্যে আনবে পর্ষদ? বড় আপডেট
উল্লেখ্য, বিগত বছরগুলিতে ফোর্স মোটরসের বিপুল মুনাফার কারণে সংস্থার স্টকগুলি দাম একেবারে দাবানলের গতিতে বেড়েছে। তবে 2013 সাল থেকে 2025 সালের মধ্যে এই স্টক সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছিল 2015 তে। সেবছর এই সংস্থার স্টকগুলি একেবারে 188 শতাংশ রিটার্ন প্রদান করেছিল ইনভেস্টারদের। এর আগের বছর 2014 তেও 187 শতাংশ রিটার্ন দিয়েছিল স্টক।
Interesting points about responsible gaming! Platforms like legend link log in are stepping up with KYC & secure payments – crucial for trust & player protection. It’s good to see innovation alongside safety!