প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শুরুতে ঠাণ্ডার (Weather Update) মেজাজ বেশ বেড়েছিল, আর সেই আনন্দে উত্তেজিত হয়ে অর্ধেকেই আলমারি থেকে গরম জামাকাপড় বের করে ফেলেছিল, কিন্তু অগ্রহায়ণ মাস শুরু হতেই ঠান্ডা একদম কমে গিয়েছিল। ঘূর্ণিঝড়ের কাঁটায় শীত উধাও হয়ে গিয়েছিল। এমতাবস্থায় ডিসেম্বরের শীতের অপেক্ষায় বসে শীতপ্রেমীরা। এবার সেই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দেতোয়া। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। খুব শীঘ্রই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। এবার শীত প্রেমীদের জন্য দুঃখের খবর পাওয়া গেল। জানা গিয়েছে ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও আশা নেই এ রাজ্যে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। জানা গিয়েছে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামছে পারদ। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। সে সময় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। পশ্চিমের জেলাগুলোতেও অনেকটাই নামবে পারদ। শুক্র, শনিবার অর্থাৎ উইকন্ডের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে। আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তার সঙ্গে বাড়বে কুয়াশার দাপট।
আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন অভিনব মিষ্টি পান্তুয়া! রইল জিভে জল আনা সহজ রেসিপি
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না, সব জায়গায় শুষ্ক আবহাওয়াই থাকবে। ভোরবেলা এবং রাতে শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। তাপমাত্রা ওঠা-নামার কারণে আগামী দু’-তিন দিন কুয়াশাচ্ছন্ন থাকবে একাধিক এলাকা। ভোরের দিকে কুয়াশা বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। তবে দুর্ঘটনা নিয়ে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না।