এক চার্জে ৪৪০ কিমি, মাত্র ১৪ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার আনল পতঞ্জলি? জানুন সত্যি

Patanjali Electric Scooter Fact Check

সৌভিক মুখার্জী, কলকাতা: সত্যিই কি পতঞ্জলি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে? গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় এমনই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দাবি করা হচ্ছে যে, বাবা রামদেবের পতঞ্জলি নাকি এবার সস্তায় অর্থাৎ 14,000 টাকায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যা 400 কিলোমিটারের বেশি রেঞ্জ দিচ্ছে। তবে আসল সত্যি (Patanjali Electric Scooter Fact Check) জানতে প্রতিবেদনটি পড়ুন।

আসলে ইভি মার্কেটের আগ্রহের মাঝেই কয়েকটি ওয়েবসাইট দাবি করা হচ্ছে, পতঞ্জলি একটি ‘অল নিউ ইভি স্কুটার’ আনছে। এমনকি সেই স্কুটারের স্পেসিফিকেশনও দিয়ে দেওয়া হয়েছে। রেঞ্জ থেকে শুরু করে ব্যাটারি, টপ-স্পিড, দাম সবই দেওয়া হয়েছে। তবে পতঞ্জলি যে ওষুধ, ফুড প্রোডাক্ট, আয়ুর্বেদিক সামগ্রী বিক্রি করে এটা সবারই জানা। তাই হঠাৎ করে তারা ইলেকট্রিক স্কুটার বানাবে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল সাধারণ মানুষের মধ্যে।

কী ছিল স্পেসিফিকেশন?

বেশ কয়েকটি ওয়েবসাইটে ছড়ানো তথ্য অনুযায়ী, এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ সর্বোচ্চ 440 কিলোমিটার এবং এতে লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া রয়েছে। আর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। সবথেকে বড় ব্যাপার, এই ইলেকট্রিক স্কুটার নাকি ঘন্টায় 100 কিলোমিটারের উপর গতি দেবে এবং দাম মাত্র 14,000 টাকা। পাশাপাশি এটির ওজন 75 থেকে 80 কেজি। এমনকি সাদা, নীল, ধূসর এবং কালো রঙের ভেরিয়েন্টে বাজারে এসেছে এই পতঞ্জলির ই-স্কুটার।

440 কিলোমিটার রেঞ্জ

ভারতীয় ইভি স্কুটারের মধ্যে সর্বোচ্চ রেঞ্জ দাবি করে সিম্পল ওয়ান, যা একবার চার্জ দিলে চলে 248 কিলোমিটার। অন্যদিকে ইলেকট্রিক বাইক Ultraviolette Tesseract এর রেঞ্জ মাত্র 261 কিলোমিটার, তাও 6 kWh ব্যাটারির সাহায্যে। আর একটি সাধারণ স্কুটারের ডিজাইনে 6 kWh এর বেশি ব্যাটারি ফিট করা প্রায় অসম্ভব। সেখানে পতঞ্জলির স্কুটার নাকি 440 কিলোমিটার মাইলেজ দেবে! এটা মোটেও সম্ভবপর নয়। তবে হাস্যকর বিষয়, স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কোনও তথ্য সেই ওয়েবসাইটে বলা হয়নি।

আরও পড়ুন: কাটমানি নিচ্ছেন করণদিঘির তৃণমূল বিধায়ক? উঠল গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরাল

এদিকে যখন গুজব ছড়ানো হয়েছিল যে স্কুটারটির দাম হবে 14,000 টাকা, তখনই বিশেষজ্ঞরা নিশ্চিত হয়ে যায় যে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। কারণ, আজকের দিনে দাঁড়িয়ে একটি সাইকেলের দাম প্রায় 10,000 টাকার বেশি। আর একটি ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দামই সেখানে 25,000 থেকে 50,000 টাকা পড়ে যায়। ফলে জলের দলে ফলের রস যে কখনোই সম্ভব না, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সবথেকে বড় ব্যাপার, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এ বিষয়ে কোনও তথ্য নেই। তাই বলা যায়, পতঞ্জলির ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণরূপে ফেক নিউজ। অযথা গুজবে কান দেবেন না।

Leave a Comment