প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে সাইবার ক্রাইম এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। যেকোনও ভুলবশত এক ক্লিকেই মুহূর্তের মধ্যে খালি হতে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই এবার সাইবার নিরাপত্তায় আরও জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’-র (Sanchar Saathi App) ব্যবহার বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে সরকার। সকল মোবাইল সংস্থাগুলিকে প্রি-ইন্সটল করার নির্দেশ জারি করা হয়েছে।
বড় নির্দেশ কেন্দ্রের
জানা গিয়েছে, গত ২৮ নভেম্বর একটি নির্দেশিকায় কেন্দ্র কঠোর নির্দেশ দিয়েছে যে Apple, Samsung, Xiaomi, Vivo-সহ বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৯০ দিনের মধ্যে নতুন মোবাইলগুলিতে ‘সঞ্চার সাথী’ অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রাখতে হবে। যদিও রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে কেন্দ্রের এই নির্দেশিকাটি সর্বসাধারণের জন্য প্রকাশ্যে আনা হয়নি। তবে আলাদা আলাদা ভাবে প্রথম সারির বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দিয়েছে তারা। মূলত সাইবার প্রতারণা রোধ করতে টেলিকম সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুয়ো বা ডুপ্লিকেট IMEI সহ ডিভাইসের সমস্যা মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কী কাজ করে এই অ্যাপ?
কেন্দ্রের অ্যাপ ইন্সটল নিদের্শ অনুযায়ী স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ডিভাইসগুলো আগে থেকে বিক্রি হয়ে গিয়েছে সেক্ষেত্রে কীভাবে সঞ্চার সাথী অ্যাপ ইন্সটল করা যাবে, তাদের ক্ষেত্রে কেন্দ্র জানিয়েছে , যে মোবাইলগুলি ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে, সেগুলিতেও সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দিতে হবে। উল্লেখ্য টেলিযোগাযোগ মন্ত্রকের এই অ্যাপটি মোবাইল ব্যবহারকারীদের সাইবার সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করছে কেন্দ্র। এছাড়াও এই অ্যাপ হারানো মোবাইল খুঁজে বের করার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই অ্যাপ যেমন সন্দেহভাজন প্রতারণামূলক কল বা মেসেজ রিপোর্ট করবে, হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনের রিপোর্ট করবে ঠিক তেমনই আপনার নামে ইস্যু করা সমস্ত মোবাইল সংযোগ দেখবে এবং ব্যাঙ্ক এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিশ্চিন্তে অ্যাক্সেস করতে পারবেন।
আরও পড়ুন: হুগলিতে ৩৯৫ একর জমিতে তৈরি হবে শিল্প! হিন্দুস্তান মোটরসে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী ভারতে সেকেন্ড-হ্যান্ড মোবাইল ডিভাইসের একটি বিশাল বাজার রয়েছে। যেখানে দেখা যাচ্ছে চুরি যাওয়া বা ব্ল্যাক লিস্টেড ডিভাইসগুলি পুনরায় বিক্রি করার ঘটনা ঘটেছে। এর ফলে সাইবার ক্রাইমের জাল আরও ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এমনকি ফোন চুরির সংখ্যাও বেশ বেড়েছে। যদিও রিপোর্ট বলছে চলতি বছরে দেশে সাত লক্ষেরও বেশি হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করেছে ‘সঞ্চার সাথী’ অ্যাপ। এর মধ্যে শুধু অক্টোবরেই নাকি প্রায় ৫০ হাজার হারানো মোবাইল উদ্ধার করা গিয়েছে এই অ্যাপটির মাধ্যমে। তবে এই অ্যাপের আবার বিরোধীতা করছে বিরোধীরা।