IPL 2026 নিলামের প্লেয়ার তালিকা থেকে বাদ KKR-র টার্গেটে থাকা তারকা অলরাউন্ডার!

KKR Target player missing from IPL 2026 Auction player List

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে হচ্ছেটা কী? মিনি নিলাম (IPL 2026 Auction) যত ঘনিয়ে আসছে, একের পর এক তারকা প্লেয়ার IPL ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। সে আন্দ্রে রাসেলের অবসর হোক কিংবা মঈন আলির IPL ত্যাগ করে PSL এ যাওয়া। সবটাই ঘটছে IPL 2026 নিয়মের আগেই। আর এই ঘটনাগুলির বেশিরভাগের সাথেই জড়িয়ে রয়েছে KKR এর নাম। এবারেও সেই নামই উঠে আসছে শিরোনামে।

আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে শুরু হবে IPL 2026 এর মিনি নিলাম। আর তার আগেই প্রকাশ্যে এল নিলামে অংশ নেওয়া প্লেয়ারদের তালিকা। সেই তালিকায় 14 দেশ থেকে মোট 1355 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে অবাক করা বিষয়, সেই তালিকা থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাক্সওয়েল। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, এই তারকা অলরাউন্ডারকেই নাকি নিলাম থেকে কেনার জন্য টার্গেট করে রেখেছিল KKR!

IPL থেকেই বাদ পড়ছেন ম্যাক্সওয়েল?

আসন্ন মিনি নিলামের আগে প্লেয়ারদের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে সবচেয়ে বেশি দামের বেস প্রাইস রয়েছে 2 কোটি টাকা। আর এই দাম পেয়েছেন ভারতের দুই ক্রিকেটার রবি বিষ্ণোই এবং ভেঙ্কটেশ আইয়ার। এদের মধ্যে প্রথমজন অর্থাৎ রবি গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে LSG র হয়ে খেলেছেন। অন্যদিকে ভেঙ্কটেশ ছিলেন KKR এর সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে এবার এই দুজনকেই 2 কোটির বেস প্রাইসে রাখা হয়েছে।

অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে 2 কোটির বেস প্রাইস পেয়েছেন মোট 43 জন প্লেয়ার। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সেই তালিকায় সবচেয়ে বেশি চর্চায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সাম্প্রতিককালে এই প্লেয়ারের ফর্ম একেবারে চোখে লেগে থাকার মতো। তবে এ সবের মাঝেই ক্রিকেট ভক্ত বিশেষ করে নাইট ভক্তদের অবাক করেছে, গ্লেন ম্যাক্সওয়েলের বাদ পড়া।

অবশ্যই পড়ুন: KKR থেকে বাদ পড়তেই IPL ছাড়লেন মঈন আলি! খেলবেন পাকিস্তান সুপার লিগে

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই দাপুটে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আজ নিলামে জায়গা পাননি। তাহলে কি IPL থেকেই বাদ পড়ছেন তিনি? রিপোর্ট দাবি করছে, কলকাতা নাইট রাইডার্সের নজরে থাকা এই প্লেয়ার নিলামের আগে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। কেউ কেউ এও বলছেন, দীর্ঘ চোট সমস্যাসহ বয়সজনিত কারণ নিয়ে অবসর ঘোষণা করতে পারেন এই অজি তারকা।

উল্লেখ্য, সদ্য প্রকাশিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের প্লেয়ারদের তালিকায় আধিপত্য বিস্তার করেছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্লেয়াররা। বিদেশি প্লেয়ারদের তালিকায় তাদের সংখ্যাই সবচেয়ে বেশি।

Leave a Comment