দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কামব্যাক হচ্ছে হার্দিক পান্ডিয়ার? ছাড়পত্র দিল BCCI

Hardik Pandya Comeback he may participate in India vs South Africa T20 Series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই আন্তর্জাতিক মঞ্চে উঠতে পারে হার্দিক ঝড়! শোনা যাচ্ছে, গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পাওয়ার পর কঠিন অভ্যাসের মধ্য দিয়ে আপাতত নিজেকে ফিট করে ফেলেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya Comeback)। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স থেকে ইতিমধ্যেই বল করার ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় তারকা। সব ঠিক থাকলে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জাত চেনানোর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই মাঠে নামতে পারেন পান্ডিয়া।

জাতীয় দলে কামব্যাক করতে গেলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট

চোট যন্ত্রণা সারাতে BCCI এর সেন্টার অফ এক্সিলেন্সে দীর্ঘ রিহ্যাব পর্ব চলেছে হার্দিকের। সেই দৃশ্য উপভোগ করেছেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা। পরিস্থিতি বুঝে BCCI এর তরফে ভারতীয় তারকাকে একেবারে স্পষ্ট নির্দেশ, জাতীয় দলে কামব্যাক করতে হলে আগেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। এবার সেই মতোই বোর্ডের নির্দেশ মেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে মাঠ কাঁপাতে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। শোনা যায়, একেবারে শুরু থেকেই ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছিলেন পান্ডিয়া।

অবশ্যই পড়ুন: IPL 2026 নিলামের প্লেয়ার তালিকা থেকে বাদ KKR-র টার্গেটে থাকা তারকা অলরাউন্ডার!

ঘরোয়া ক্রিকেট দিয়েই জাতীয় দলে ফিরবেন পান্ডিয়া

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে 2 ডিসেম্বর অর্থাৎ আজ বরোদা বনাম পাঞ্জাব বা 4 ডিসেম্বর গুজরাত বনাম বরোদা ম্যাচ নয়, বরং আগামী 6 ডিসেম্বর হরিয়ানার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে হার্দিক পান্ডিয়াকে বল করার ছাড়পত্র দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স। বোর্ডের কয়েকটি সূত্র দাবি করছে, বড়সড় চোটের পর এখনই হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তারা। তাই প্রথমে ঘরোয়া ক্রিকেটে তাঁর দক্ষতা এবং শারীরিক অবস্থা বুঝে তারপরই 9 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে পান্ডিয়া খেলবেন কিনা তা ঠিক করবে বোর্ড। যদিও এই সবটাই হবে ঘরোয়া ক্রিকেটে হার্দিকের অবস্থা বুঝে জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে।

Leave a Comment