প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে। তাই এখন থেকেই ২৬ কে টার্গেট করে ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় ফের নবান্নে (Nabanna) বৈঠকের আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে, তার চুলচেরা রিপোর্ট পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
নবান্নে বৈঠক মমতার!
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ মঙ্গলবার, নবান্ন সভাঘরে দুপুর দেড়টা নাগাদ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন প্রত্যেকটি দফতরের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন জেলাশাসকরা। জানা গিয়েছে, এদিনের বৈঠকে তিনি বিভিন্ন দফতরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন৷ গত কয়েক বছরে বিভিন্ন দফতর ধরে ধরে রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। প্রতিবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকেই একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করছে বলে দাবি করে আসেন এবারেও সেই নিয়ে একাধিক বক্তব্য বৈঠকে পেশ করবেন বলে জানা গিয়েছে।
প্রতিটি দপ্তরের রিপোর্ট পর্যবেক্ষণ মমতার
উল্লেখ্য, প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার আর্থিক তছরুপের অভিযোগ তুলে রাজ্যে প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও দমে যায়নি রাজ্য সরকার। কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা সত্ত্বেও একদিকে জনমুখী প্রকল্পের কাজ চালানো, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির ক্রমাগত অতিসক্রিয়তা এই দুই চাপ সামলে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে দপ্তরগুলিকে আরও সক্রিয় করে আসছেন মুখ্যমন্ত্রী। এবার সেই জন্যই বার্ষিক কাজের হিসেব নিকেশ করে দেখে নিতে চান কোন দপ্তর কতটা কাজ করেছে। বাজেটে যে টাকা প্রকল্পের জন্য দেওয়া হয়েছিল, তার কতটা খরচ করা গিয়েছে। এছাড়াও নির্দেশ অনুযায়ী এখনও কোন কোন কাজ হয়নি ও কেন হয়নি, তাও এদিন খতিয়ে দেখবেন। এছাড়াও অপরিকল্পিতভাবে এসআইআর-এর জেরে কোথাও যাতে আইনশৃঙ্খলার সমস্যা দেখা না দেয়, তার জন্য বিশেষ নজর রাখতে বলা হয়েছে রাজ্যের আধিকারিকদের।
আরও পড়ুন: বাদ দেওয়া যাবে না মৃত ভোটার! তৃণমূল নেতার কীর্তির অডিও ফাঁস করলেন শুভেন্দু
প্রসঙ্গত, আজই নবান্নে বৈঠকের পর বিকেলের দিকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের মালদহ-মুর্শিদাবাদ সফরে যাবেন তিনি। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার মালদহেরগ গাজোল কলেজ মাঠে এবং বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখানে মূলত কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবেনিবিড় সংশোধন-সহ একাধিক ইস্যু নিয়ে দুই সভা থেকেই ফের সরব হবেন মমতা।