ইডেনে সেঞ্চুরি করেই ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi scored a century and Creates history at Eden Gardens

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেনে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) কবে খেলতে আসবেন তার অপেক্ষায় ছিলেন শহরবাসী। সেই মতোই ফুরিয়েছে প্রতীক্ষা। বিহারের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচগুলি ক্রিকেটের নন্দনকাননে খেলছেন 14 বছর বয়সী উদীয়মান তারকা। মঙ্গলবারও অন্যান্য দিনের মতো ব্যাট হাতে ইডেনের মাঠে নেমেছিলেন বৈভব। এদিন বিহারের প্রতিপক্ষ ছিল মহারাষ্ট্র। আর সেই দলের বিরুদ্ধেই 58 বলে শতরান পূর্ণ করে বড় ইতিহাস গড়লেন সূর্যবংশী।

কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখলেন বৈভব

শুরুর দিকে বিহারের হয়ে একেবারেই ব্যাটে রান পাচ্ছিলেন না বৈভব সূর্যবংশী। তাতে বেশ খানিকটা হতাশ ছিলেন ভক্তরাও। খুদের ব্যাটে ফের কবে ঝোড়ো হাওয়া দেখা যাবে তা নিয়েও বাড়ছিল অপেক্ষা। ঠিক সেই আবহে মঙ্গলবার ভক্তদের মনের বাসনা পূর্ণ করলেন সূর্যবংশী। এদিন পৃথ্বী শয়ের দলের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন বৈভব। যা দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন শহরের ক্রিকেটপ্রেমীরা।

মঙ্গলবার, মাত্র 58 বলে সেঞ্চুরি করে ফেলেন সূর্যবংশী। এদিন শেষ পর্যন্ত 61 বলে 7টি চার এবং সম সংখ্যক ছয় দিয়ে 108 রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বৈভবের শতরানের হাত ধরেই মহারাষ্ট্রের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 176 রান তোলে বিহার। এদিন বৈভবের পাশাপাশি 25 রানে অপরাজিত ছিলেন বিহারের আয়ুষ লোহারুকাও। আর এসব কিছুর মাঝেই, ইডেনের মাটিতে দাঁড়িয়ে দুর্ধর্ষ শতরানের দৌলতে ঘরোয়া ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস লিখে ফেললেন বিহারের ভূমিপুত্র।

অবশ্যই পড়ুন: অন্ধকার টানেলে থামল মেট্রো! হেঁটে স্টেশনে পৌঁছতে হল যাত্রীদের, চরম ভোগান্তি চেন্নাইয়ে

উল্লেখ্য, বৈভবের সেঞ্চুরির দিনই পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যদিও এর আগে শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সের তরফে হার্দিককে বল করার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে 6 ডিসেম্বর হরিয়ানার ম্যাচে নামার কথা ছিল তার। কিন্তু তার আগেই চোট কাটিয়ে বরোদার হয়ে মাঠে নেমে পড়লেন তিনি। কিন্তু মাঠে নামলেও বল হাতে সে অর্থে জ্বলে উঠতে পারলেন না পান্ডিয়া। 4 ওভারে 52 রান খরচ করে আজ 1টি উইকেট তুলতে পেরেছেন ক্রুণাল পান্ডিয়ার ভাই।

Leave a Comment