বিদ্যুৎ বিলে বিরাট স্বস্তি! নয়া প্রকল্প রাজ্য সরকারের

Bijli Bill Rahat Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে এবার বিরাট স্বস্তি দিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যজুড়ে চালু হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ‘বিজলি বিল রাহত যোজনা’ (Bijli Bill Rahat Yojana)। ১ ডিসেম্বর থেকে চালু হয়েছে এই প্রকল্প। আর এতে উপকৃত হবে অসংখ্য মধ্যবিত্ত পরিবার। জানা গিয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যবাসীর উপর বিদ্যুতের বিলের চাপ অনেকটাই কমানো।

কী সুবিধা মিলবে এই প্রকল্পে?

রাজ্যের বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রথমবার বকেয়া বিলের উপর ১০০% সুদ ও সারচার্জ মুকুব করা হচ্ছে। পাশাপাশি মূল বকেয়াতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, ২ কিলোওয়াট পর্যন্ত সংযোগ থাকা ছোট গার্হস্থ গ্রাহকদের এবং ১ কিলোওয়াট পর্যন্ত সংযোগ থাকা বাণিজ্যিক গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে। গ্রাহকরা ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুবিধা পাবে। রাজ্যের বিদ্যুৎ কর্পোরেশনের চেয়ারম্যান আশিস কুমার গোয়েল এ বিষয়ে জানিয়েছেন, কিস্তিতে বিল পরিশোধের সুবিধা এবং গড়ের ভিত্তিতে বিলের সামঞ্জস্য করলে গ্রাহকরা অনেকটাই আর্থিক স্বস্তি পাবে এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারের হার অনেকটাই কমবে।

কীভাবে নাম নিবন্ধন করবেন এই প্রকল্পে?

উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পে নাম নিবন্ধন করতে হবে অনলাইনের মাধ্যমে। এর জন্য সরাসরি www.uppcl.org ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া আপনি স্থানীয় বিদ্যুৎ দফতরে গিয়ে অফলাইনের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। সরকার গ্রাহকদের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য ইতিমধ্যে বিশেষ প্রচার শুরু করেছে। যার মধ্যে নোটিশ, লিফলেট এবং গ্রামীণ ও শহরে অঞ্চলের মধ্যে ক্যাম্পের আয়োজনে করা হচ্ছে।

আরও পড়ুন: হবে বিপুল কর্মসংস্থান, তাজপুর সমুদ্র বন্দর নিয়ে টেন্ডার ডাকল রাজ্য সরকার!

এক কথায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে চালু করা এই প্রকল্প শুধুমাত্র গ্রাহকদের স্বস্তি দেবে না, বরং রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় আরও শৃঙ্খলা এবং আস্থার নতুন ভিত্তি তৈরি করবে। আর এই প্রকল্পটি দরিদ্র পরিবার, ছোট দোকানদার, কৃষক গ্রাহক, গ্রামীণ এলাকার লক্ষ লক্ষ বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিশেষ উপকারে আসবে। পাশাপাশি রাজ্যের নাগরিকরা জ্বালানির নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বস্তিও পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment