এখনও স্পেনেই আটকে মোহনবাগানের নতুন হেড কোচ, কবে শহরে আসবেন লোবেরা?

New Update On Mohun Bagan Head Coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমর্থকরা আশায় বুক বাঁধলেও, ভিসা সমস্যার কারণে শেষ পর্যন্ত শহরে পা রাখা হল না মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরার (Mohun Bagan Head Coach)। বাগান সূত্রে খবর, ভিসা না পাওয়ার কারণে বর্তমানে স্পেনেই আটকে রয়েছেন প্রধান কোচ। এদিকে সোমবার মোহনবাগানের অনুশীলনের দিন মাঠের পাশে সমর্থকরা অপেক্ষা করলেও শেষ পর্যন্ত লোবেরার দেখা পাওয়া হল না। তাহলে কবে কলকাতায় আসবেন সবুজ মেরুনের নতুন হেড স্যার?

কবে শহরে আসবেন মোহনবাগানের নতুন কোচ?

এই মুহূর্তে অনিশ্চিত ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ। তাসত্ত্বেও আগামী দিনের কথা মাথায় রেখে সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আনুষ্ঠানিকভাবে সোমবার থেকে গোটা দলের অনুসরণ শুরু হলেও এর অনেক আগেই নিজস্ব উদ্যোগে অনুশীলনে নেমে পড়েছিলেন মোহনবাগানের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। এদিকে সোমবার বাগানের অনুশীলনে পাওয়া গেল না দিমিত্রি পেত্রাতোস এবং আলবার্তো রদ্রিগেজকে।

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বিমান বিভ্রাটের কারণে সময় মতো কলকাতায় এসে পৌঁছতে পারেননি স্প্যানিশ ফুটবলার রদ্রিগেজ। অন্যদিকে দিমির শহরে পা রাখার কথা বুধবার। সবমিলিয়ে এই দুই তারকা ফুটবলারকে ছাড়াই সোমবার মাঠে ঘাম ঝড়িয়ে ছিলেন মোহনবাগানের ছেলেরা। গতকাল প্রধান কোচের অনুপস্থিতিতে বাগানের অনুশীলনের দায়িত্বে ছিলেন সহকারি কোচ।

অবশ্যই পড়ুন: অন্ধকার টানেলে থামল মেট্রো! হেঁটে স্টেশনে পৌঁছতে হল যাত্রীদের, চরম ভোগান্তি চেন্নাইয়ে

কিন্তু প্রশ্ন কবে শহরে আসবেন নতুন প্রধান কোচ লোবেরা? শোনা যাচ্ছে, ভিসার আবেদন মঞ্জুর হয়ে গেলেই ভারতে আসতে পারবেন সবুজ মেরুনের নতুন হেড স্যার। তবে সেই প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন না হওয়ায় বাগান শিবিরে এসে উঠতে পারেননি তিনি। কাজেই ঠিক কবে মোহনবাগানের মাঠে দেখা যাবে তাঁকে সেটা বলাটা আপাতত মুশকিল। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাগানের অনুশীলনকে নেতৃত্ব দেবেন এই স্প্যানিশ মহারথী।

Leave a Comment