বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা জাতীয় মহিলা হকি দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল হরেন্দ্র সিংকে। জানা যাচ্ছে, ক্রমাগত খারাপ পারফরমেন্সের কারণে হরেন্দ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়াও সাম্প্রতিক সময়ে এই ভারতীয় কোচের বিরুদ্ধে প্লেয়ারদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ জমা পড়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে। ফলে একাধিক অভিযোগ খতিয়ে দেখে গোটা পরিস্থিতি যাচাই করার পরই হরেন্দ্র সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো হকিং ইন্ডিয়া। একটি বিবৃতিতে হকি ইন্ডিয়া অবশ্য সাফ জানিয়েছে, “সরানো হয়নি বরং ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই পদত্যাগ করেছেন হরেন্দ্র সিং।” (Team India Coach Resignation)
হরেন্দ্রর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে হকি ইন্ডিয়া
ভারতীয় মহিলা হকি দলের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের এপ্রিলে। এরপরই হরেন্দ্রর দেখানো পথে হেঁটে দীর্ঘ অধ্যাবসায় অর্থাৎ অনুশীলনের মধ্যে দিয়ে গত বছরের নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। তবে এরপর থেকে ক্রমাগত ধাক্কা খেতে থাকে ভারতীয় মহিলা দল। 2024-25 সিজনে এফআইএইচ প্রো লিগ থেকে শুরু হয় ভারতের অবনতি। রিপোর্ট অনুযায়ী, এই আসরে হরেন্দ্রর দেখানো পথে হেঁটে 16 ম্যাচের মধ্যে মাত্র দুটিতে সাফল্য পেয়েছিল ভারতীয় দল।
এমতাবস্থায়, একাধিক ব্যর্থতাকে সামনে রেখে শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় দল থেকে পদত্যাগের আগে বিবৃতি দিয়ে হরেন্দ্র জানিয়েছিলেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হলাম ঠিকই, তবে মন থেকে আমি দুর্ধর্ষ এই দলটার সঙ্গে এবং তাদের সাফল্যের সঙ্গে থেকে যাব।” যদিও ক্রীড়ামলের অনেকেই মনে করছেন ধারাবাহিক ব্যর্থতার কারণেই ভারতীয় মহিলা হকি দলের বড় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। এরই মাঝে, হরেন্দ্রর অব্যাহতির পর হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে ভারতীয় মহিলা হকি দলে তাঁর অবদানের জন্য হরেন্দ্র সিংকে ধন্যবাদ জানিয়েছেন।
🗣️ “Though personal reasons call me to step away, my heart remains with this extraordinary team and their ongoing success.,” said Harendra Singh 🇮🇳 🏑
➡️ Read the full story: https://t.co/VLbHQUhrFR pic.twitter.com/Zje6DKj9hD
— ESPN India (@ESPNIndia) December 1, 2025
অবশ্যই পড়ুন: ইডেনে সেঞ্চুরি করেই ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী
প্রসঙ্গত, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট ঘেঁটে জানা গেল, বিগত দিনগুলিতে বারবার আচরণগত অভিযোগ উঠেছে হরেন্দ্রর বিরুদ্ধে। সেই অভিযোগ জমা পড়েছে ক্রীড়ামন্ত্রকের কাছেও। পরবর্তীতে মন্ত্রকের তরফে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় হকি ইন্ডিয়াকে। এরপরই সোমবার ডাকা হয় জরুরী বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকেই হকি ইন্ডিয়ার কর্তারা বুঝতে পেরেছেন হরেন্দ্রকে প্রধান কোচের পদে দেখতে চান না অনেকে। মূলত সে কারণেই শেষ পর্যন্ত নাকি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে ভারতে হকির নিয়ামক সংস্থা।