SIR শেষ হলেই শুরু হবে জনগণনা! কবে থেকে? দিনক্ষণ জানাল কেন্দ্র সরকার

India Census 2027

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই সেই নির্বাচনকে সামনে রেখে তালিকা থেকে চটজলদি ভুয়ো ভোটার তাড়ানোর জন্য ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। তৃণমূল এবং বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে এই SIR-কে কেন্দ্র করে। এইমুহুর্তে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এই মুহূর্তে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু হয়েছে। তাই ব্যস্ততা বেশ তুঙ্গে। এমতাবস্থায় খবরের শিরোনামে উঠে এল জনগণনার (India Census 2027) প্রসঙ্গ। কবে, কত দফায়, কোন পদ্ধতিতে এই জনগণনা হবে এই নিয়ে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

দুই দফায় হবে জনগণনার কর্মসূচি

নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর দেশের জনসংখ্যা গণনা করা হওয় থাকে। কিন্তু, এর আগে শেষবার ২০১১ সালে জনগণনা হয়েছিল। ২০২১ সালের করোনার জন্য জনগণনা পিছিয়ে যায়। ফলে ১৫ বছর পর ২০২৭ সালে দেশের জনসংখ্যা গণনা করা হতে চলেছে। রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ মঙ্গলবার, সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জনগণনার বিষয়টি তুলে ধরেন। আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে দুই দফায় কর্মসূচি পালন করা হবে। এদিন তিনি জানান, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা করা হবে। এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফায় নাগরিকদের সংখ্যার গণনা করা হবে।

থাকবে সেল্ফ-এনুমারেশনের সুবিধা

জনগণনার প্রশ্নপত্র চূড়ান্ত হওয়ার বিষয় নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ১৫০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মন্ত্রক, দফতর, সংস্থা এবং তথ্য ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে প্রশ্ন নির্মাণ করা হয়ে থাকে। অন্যদিকে এও জানানো হয়েছে যে, ২০২৭ সালের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। এবং তথ্য সংগ্রহ করা হবে অ্যাপের মাধ্যমে, পাশাপাশি অনলাইন সেল্ফ-এনুমারেশন সুবিধাও থাকবে। সেক্ষেত্রে নাগরিকরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজ নিজ পরিসংখ্যান তুলে ধরবেন। তাতে অনেকটা কাজ সহজ হবে। যদিও জনগণনার কাজ শুরু হওয়ার কথা বলা হলেও, কবে হিসেব প্রকাশ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ ২০২৯ সালে জনগণনা রয়েছে। তার আগে চূড়ান্ত হিসেব প্রকাশ করা হবে কিনা, সেটা নিয়ে সন্দেহ বাড়ছে।

আরও পড়ুন: রাজ্যে SIR আতঙ্কে মৃত, আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর ..

প্রসঙ্গত, এইমুহুর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা SIR এর কাজ শেষ হতে হতে ২০২৬ এর ফেব্রুয়ারি মাস লেগে যাবে। তারপরই বাংলায় শুরু হবে বিধানসভা নির্বাচন। আর সেই ভোট শেষ হলেই শুরু হতে চলেছে জনগণনার কাজ। এছাড়াও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রথম ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধামতো টানা ৩০ দিনের সময় বেছে নেওয়া যাবে। তবে লাদাখ ও জম্মু-কাশ্মীরের তুষারাবৃত এলাকাগুলিতে এবং হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় গণনা এগিয়ে আনা হবে বলে জানিয়েছে সরকার।

Leave a Comment