প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই পশ্চিমবঙ্গে রাজনীতির হাওয়া যেন বেশ গরম। তার উপর চলছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। যার দরুন বিজেপি এবং তৃণমূলের মধ্যে তরজা বেশ তুঙ্গে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে (West Bengal) কর্পোরেট সংস্থার ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। পাল্টা জবাব তৃণমূলের।
জুলাইতে ৬,৬৮৮টি সংস্থা ছেড়ে চলে গিয়েছিল
উল্লেখ্য, চলতি বছর, গত জুলাইয়ে রাজ্যসভায় পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সম্পর্কিত বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কটি কোম্পানি কাঠামোগত ত্রুটির কারণে চলে গিয়েছে। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছিল, ২০১১ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত ৬,৬৮৮টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছিল। এর মধ্যে স্টক একচেঞ্জ তালিকাভুক্ত সংস্থাও রয়েছে। যা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। এবার বিধানসভা নির্বাচনের আগে ফের পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের করা কর্মসংস্থান প্রসঙ্গ উঠে এল খবরের শিরোনামে।
তিন মাসেই পাততাড়ি গুটিয়েছে ২০৭টি সংস্থা
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের করা কর্মসংস্থান করা প্রশ্ন নিয়ে এক বিস্ফোরক উত্তর দিলেন কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। তিনি জানিয়েছেন, ২০১১ সাল থেকে এ বছর অর্থাৎ ২০২৫- এর সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬,৮৯৫টি কর্পোরেট সংস্থা রাজ্য ছেড়েছে। যার মধ্যে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত রয়েছে ৪৪৮টি সংস্থা। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার পরিস্থিতি রাজনৈতিক অন্দরে। এ নিয়ে বিজেপি সাংসদ শমীক বলেন, ‘‘তিন মাসে দু’শোর বেশি সংস্থার চলে যাওয়া থেকেই স্পষ্ট রাজ্যের শিল্প পরিস্থিতি কোন পর্যায়ে। রাজ্য ছেড়ে কেন এত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য কাজের খোঁজে যান, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।’’
আরও পড়ুন: কেন বাড়ছে মুরগির ডিমের দাম? জানালেন কারণ, বিঁধলেন কেন্দ্রকেও
প্রসঙ্গত, চলতি বছর গত জুলাইয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ ছেড়ে সবচেয়ে বেশি ১,৩০৮টি কর্পোরেট সংস্থা চলে গিয়েছিল। আর সেই কোম্পানি গুলো ট্রান্সফার হয়ে মহারাষ্ট্রে চলে গিয়েছে। এদিকে অবাক করা বিষয় হল তৃণমূল সাংসদ বাপি হালদার এই প্রসঙ্গে কেন্দ্রকে প্রশ্ন করলে জানায় যায় গত আগস্টে ওই মন্ত্রকই জানায় যে, গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেসরকারি সংস্থা ১.৭ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে আড়াই লক্ষে। এরপরই শাসকদল বিজেপি-র ‘মিথ্যা প্রচারের’ পর্দা ফাঁস নিয়ে কটাক্ষ করে।