বাদ পড়া ভোটারের নাম তুলতে বিশেষ ক্যাম্প চালাবে নবান্ন, ঘোষণা মমতার

Mamata Banerjee on SIR

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১১ ডিসেম্বর শেষ হবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ ডিসেম্বর। তার আগে রাজ্য সরকার ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে ব্লকে ব্লকে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on SIR) বুধবার মালদহের গাজলের জনসভা থেকে সেই ঘোষণা করেছেন।

কী বললেন মুখ্যমন্ত্রী?

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প তৈরি করা হবে। আর সেখানে আপনারা গিয়ে যা দরকার তা সহজেই নিয়ে নিতে পারবেন। এই কাজে আমাদের দলের কর্মীরা সর্বত্রভাবে সহযোগিতা করবে। এমনকি প্রশাসনিক সহায়তাও পাওয়া যাবে। এদিকে জানা গিয়েছে, পরামর্শদাতা সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে তথ্য রয়েছে যে, কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে পুনরায় কীভাবে তাদের নাম তোলা হবে, সেই প্রস্তুতিও তৃণমূল সেরে রেখেছে। সেই কাজ ১২ ডিসেম্বর থেকে শুরু হবে রাজ্যজুড়ে।

প্রসঙ্গত, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না। বৃহস্পতিবার সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে মমতার কর্মসূচি রয়েছে। আর এসআইআর প্রক্রিয়ায় মানুষের হয়রানি প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এইসব করা হচ্ছে। কোনও কৌশল করেই তিনি এবং তাঁর দল বিজেপি এই বাংলায় এসআইআর পর্ব চালাতে পারেননি। বিজেপি কোনওভাবেই বাংলাকে দখল করতে পারবে না। সবথেকে বড় ব্যাপার, এদিন বিজেপিকে ‘ছারপোকা’ বলে কটাক্ষ করেছেন মমতা।

আরও পড়ুন: মিলবে এককালীন ৭৫,০০০ টাকা! স্কলারশিপের দারুণ সুযোগ দিচ্ছে Colgate

হতে পারে নতুন প্রকল্প

গাজলের সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ভোটের আগে তিনি নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন। সেই সূত্রে লক্ষ্মীর ভান্ডারের কথাও তিনি বলেছেন। তারপর মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী দিন হয়তো আরও কোনও প্রকল্প আসতে পারে। সেটার জন্য আলোচনা করছি। ২০২১ সাল থেকে আগামী ভোট পর্যন্ত সময় ধরলে লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি সাধারণ শ্রেণীর মহিলারা ৬০ হাজার টাকা পেয়েছে আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ৭৫ হাজার টাকা পেয়েছে।

Leave a Comment