বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার ছুটন্ত ঘোড়াকে থামাতে পারলো না ভারত। প্রথম ওয়ানডেতে (India Vs South Africa) লড়াই করে জয় ছিনিয়ে আনলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ভারতের বোলিং। না, ব্যাট হাতে বুধবার অসফলতা ছুঁতে পারেনি টিম ইন্ডিয়াকে, তবে বোলিং আক্রমণের তেজ কম থাকায় প্রোটিয়াদের সামনে হেরোর তকমা নিয়েই মাঠ ছাড়তে হল কে এল রাহুল ব্রিগেডকে। অন্যদিকে প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে সিরিজে সমতা ফেরাল এইডেন মার্করামের দল।
বড় লক্ষ্য ছুঁড়েও জিততে পারল না ভারত
বুধবার দ্বিতীয় ওয়ানডের শুরুটা ভারতের টসে হার দিয়ে হয়েছিল। এদিন মুদ্রাদোষ কাটিয়ে উঠতে না পারায় টস হেরে বাধ্য হয়ে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। তবে শুরুটা খুব একটা ভাল না হলেও বিরাট কোহলির হাত ধরে ঘুরে যায় ভারতের ভাগ্যচক্র। আজ ওপেনিং করতে নেমে মাত্র 22 এবং 14 রানে যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা আউট হয়ে যেতেই ভারতীয় দলের হাল ধরেন কোহলি। এদিন তাঁকে সঙ্গ দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার তথা ভারতীয় দলের দীর্ঘদিন পর প্রত্যাবর্তন হওয়া রুতুরাজ।
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে একপ্রকার বোকা বানিয়ে একেবারে দাপুটে ইনিংস খেলেন বিরাট এবং রুতুরাজ। আজ এই দুই ব্যাটসম্যানের হাত থেকেই শতরান উপহার পেয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার ব্যাট করতে নেমে ঝড় তুলে দিয়েছিলেন কোহলি। 93 বলে 7টি চার এবং দুটি ছয় সহযোগে 102 রানের বিরাট ইনিংস খেলেন কিং কোহলি। অন্যদিকে রুতুর ব্যাট থেকে 83 বলে 105 রানের যোগদান পেয়েছিল দল। এছাড়াও অধিনায়ক হিসেবে 66 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিতা ছিলেন রাহুলও। সেই সূত্রেই নির্ধারিত 50 ওভারে প্রতিপক্ষকে 359 রানের লক্ষ্য দিয়েছিল ভারত।
পরবর্তীতে ভারতের রানের পাহাড় টপকাতে ব্যাট হাতে নেমে পড়েন অধিনায়ক মার্করাম এবং অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডিকক। তবে বুক ফুলিয়ে মাঠে নামলেও নাইট প্রাক্তনীকে এদিক 8 রানে বিদায় নিতে হয়েছিল। তবে সঙ্গী চলে গেলেও ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিলেন অধিনায়ক মার্করাম। একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ভারতীয় বোলিং আক্রমণকে একেবারে চেপে ধরেছিলেন তিনি। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে একপ্রকার ছারখার করে 110 রানে গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানার হাতে উইকেট দিয়ে বসেন দক্ষিণ আফ্রিকার সেনাপতি।
অবশ্যই পড়ুন: ৪ বছরে ১২ লাখ হয়েছে ৪০ কোটি, খোদ boAt এর মালিক বিনিয়োগ করেছেন এই স্টকে
এরপর থেকে বাকি যাঁরাই এসেছেন প্রায় প্রত্যেকেই দলের জন্য বড় রান বাঁধার চেষ্টা করেছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপরীতে ভারতীয় বোলিং আক্রমণকে মাঝে মাঝেই ফিকে দেখিয়েছে। সকলের প্রচেষ্টায় উইকেট উঠছিল ঠিকই তবে অন্যান্য সময়ের মতো আজ সেভাবে নিজেদের ভেতরে থাকা আগুন জ্বালিয়ে তুলতে পারেননি টিম ইন্ডিয়ার বোলাররা। যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানবেন, বুধবার দক্ষিণ আফ্রিকার উইকেট ভাঙতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল ভারতীয় বোলারদের। আর সেই দুর্বলতাকে অস্ত্র বানিয়েই 13 বলে 9 রান থেকে দাপিয়ে খেলে 4 উইকেটে ম্যাচ পকেটে পুরল প্রথম ওয়ানডেতে 17 রানে বধ হওয়া দক্ষিণ আফ্রিকা। আসলে, প্রথম পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা আনাই ছিল প্রোটিয়াদের প্রধান লক্ষ্য। আর তাতে সফল হয়ে ভারতকে একটা শিক্ষা দিল নেলসন ম্যান্ডেলার দেশ।