IPL এ দ্রুততম ১০০ উইকেট নেওয়া ৫ ভারতীয় বোলার, তালিকায় KKR-র এক

Indian Bowlers With fastest 100 wickets in Indian Premier League

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশ-বিদেশ মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ইতিহাসে দ্রুততম 100 উইকেট নেওয়া প্লেয়ারদের প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমেই নাম আসে সাউথ আফ্রিকান বোলার কাগিসো রাবাডার। দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাবের হয়ে খেলা এই তারকা পেসার মাত্র 64 ম্যাচে IPL এ দ্রুততম 100 উইকেটের রেকর্ড গড়েছেন। তবে যদি হিসেবটা হয় শুধু ভারতীয়দের মধ্যে হয়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম 100 উইকেট নেওয়া ভারতীয় বোলারের তালিকায় প্রথম পাঁচে রয়েছে সব জনপ্রিয় মুখ। সেই তালিকায় জায়গা হয়েছে এক KKR স্টারেরও।

IPL এ দ্রুততম 100 উইকেট নেওয়া 5 ভারতীয় বোলার

শীর্ষে কে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম 100 উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভুবনেশ্বর কুমার। মাত্র 81 ম্যাচে অংশ নিয়ে দ্রুততম 100 উইকেটের জার্নি সম্পূর্ণ করেছেন এই ভারতীয় বোলার। বলাই বাহুল্য, 10.75 কোটি টাকার বিনিময়ে গত সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভিড়েছিলেন ভুবনেশ্বর। শুধু তাই নয়, 2025 IPL জয়ে বেঙ্গালুরুর জার্সি গায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 2026 এও বিরাট কোহলির দলেই খেলবেন ভুবনেশ্বর।

দ্বিতীয় স্থানে কে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে দ্রুততম 100 উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকায় ভুবনেশ্বর কুমারের পরেই নাম রয়েছে ভারতীয় বোলার হর্ষ প্যাটেলের। তিনি মাত্র 81 ম্যাচে অংশ নিয়েই 100 ক্রিকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন। বলে রাখি, 2023 সালে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি ম্যাচে এই দ্রুততম 100 উইকেটের কৃতিত্ব অর্জন করেছিলেন প্যাটেল।

তৃতীয় স্থানে কে?

ভারতীয়দের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম 100 উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা গুরুত্বপূর্ণ বোলার আশিস নেহরা। মাত্র 83টি IPL ম্যাচে অংশ নিয়ে 100 উইকেটের কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। বলে দিই 2017 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন এই মাইলফলক ছুঁয়েছিলেন আশিস।

চতুর্থ স্থানে অভিজ্ঞ প্লেয়ার

মূলত রহস্যময় স্পিনের জন্য পরিচিত ভারতীয় বোলার অমিত মিশ্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম শত উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। মাত্র 83 ম্যাচে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন অমিত। গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর অবদান স্মরণ করে রাখার মতোই।

অবশ্যই পড়ুন: ব্লক করতে পারবেন হারানো ফোন, আর কী কী ফিচার সঞ্চার সাথী অ্যাপে? জানুন এর ব্যবহার

5 নম্বরে KKR স্টার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম 100 উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকায় 5 নম্বরে জায়গা পেয়েছেন ভারতীয় দলের রহস্যময় স্পিনার তথা কলকাতা নাইট রাইডার্সের মোক্ষম ব্রহ্মাস্ত্র বরুণ চক্রবর্তী। এই নাইট তারকা 83টি IPL ম্যাচে কামাল দেখিয়ে দ্রুততম 100 উইকেটের গন্ডি ছুঁয়ে ছিলেন। বলে রাখি, গত বছর চেন্নাইয়ের বিরুদ্ধে এক ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন বরুণ।

Leave a Comment