সৌভিক মুখার্জী, কলকাতা: থমকে গেল দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা (IndiGo Flight Disruption)। ২০০-র বেশি বিমান বাতিলের পাশাপাশি দেরিতে উড়ছে ১০০-র বেশি বিমান। বিমানবন্দরে এসেই হেনস্থার শিকার হতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। বিভ্রাটের কোনও শেষ নেই। কিন্তু কী কারণে হঠাৎ করে ইন্ডিগোর এত বিমানে পরিষেবা স্তব্ধ হল?
বিভ্রাট ইন্ডিগোর বিমান পরিষেবা
সূত্রের খবর, ডিজিসিএ-র নতুন ডিউটির সময় নির্ধারণ এবং প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ সহ দেশের বেশ কিছু বড় বড় বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর বিমান বাতিল হতে থাকে। ১ নভেম্বর থেকে নতুন ডিউটির সময়ের নিয়ম চালু হতেই ইন্ডিগোতে প্রচুর পাইলট এবং কেবিন ক্রু সংকট দেখা যাচ্ছে। পাইলটের বিমান ওড়ানোর সময় সীমাবদ্ধ হয়ে যাওয়াতেই এত সমস্যা। এমনকি রুটিন টাইমও বাতিল করতে হয়েছে।
এদিকে দিল্লি এবং পুণে বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যার কারণে একাধিক ফ্লাইট বাতিল হয়। যার কারণে চেক ইন ও ডিপারচার কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ে। দীর্ঘক্ষন যাত্রীদের অপেক্ষা করতে হয়। বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করে এবং সবকিছু যেন এক্কেবারে ওলট-পালট হয়ে যায়। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তারা দৈনিক ২২০০ বিমান পরিচালনা করে। সেখানে গতকাল ১৪০০-র বেশি বিমান দেরিতে উড়েছে। পাশাপাশি ২০০টির বেশি বিমান বাতিল হয়েছে।
নতুন নিয়ম ডিজিসিএ-র
বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য এবং পাইলট ও বিমানের বাকি কর্মীদের বিশ্রামের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য এবার ডিজিসিএ নতুন নিয়ম চালু করেছে। মূলত নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দৈনিক ৮ ঘণ্টার বেশি কোনওভাবেই কাজ করা যাবে না, আর সপ্তাহে সর্বাধিক ৩৫ ঘন্টা ডিউটি করতে পারবে বিমানের পাইলটরা। পাশাপাশি মাসিক হিসাবে ১২৫ ঘন্টা এবং বছরে সর্বাধিক ১০০০ ঘন্টা বিমান ওড়াতে পারবে। এমনকি বিমানের বাকি কর্মী অর্থাৎ ক্রু সদস্যদেরও বিশ্রামের সময় দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টা ন্যূনতম বিশ্রাম দিতে হবে তাদের।
আরও পড়ুন: লক্ষ্মীবারে মধ্যবিত্তদের কাঁদিয়ে দাম বাড়ল সোনা, রুপোর! আজকের রেট
তবে এবার প্রশ্ন আসতে পারে যে, ইন্ডিগোর উপরেই কেন প্রভাব পড়ল? আসলে দেশে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ভিস্তারা সহ একাধিক এয়ারলাইন্স থাকা সত্ত্বেও সবথেকে বেশি ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো। এর পাশাপাশি বাকি এয়ারলাইন্সে যেখানে বিমানের সংখ্যা অনেক কম, সেখানে ইন্ডিগোর সার্ভিস থাকে খুব ঘনঘন। সেই কারণেই এই বিভ্রাট।