বড় ধাক্কা ভারতীয় ম্যানুফ্যাকচারিং সেক্টরে! ১৩ মাসে সর্বনিম্ন শিল্পবৃদ্ধি, ধাক্কা GST আদায়েও

Low Industrial Production in India rate in October and November 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধাক্কা খেল ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর (Low Industrial Production)! দেশজুড়ে নতুন GST কাঠামো প্রবর্তিত হতেই যেখানে বাজারে অল্প দামে জিনিস কেনার ঢল নেমেছে, সেই পর্বে দাঁড়িয়ে গত সোমবার কেন্দ্রের পরিসংখ্যানে দেখা গেল, গত অক্টোবরে ভারতের শিল্প উৎপাদন বেড়েছে মাত্র 0.4 শতাংশ। এই হিসাবটা গত 13 মাসের মধ্যে সর্বনিম্ন। যেখানে গত সেপ্টেম্বরেও দেশের শিল্প উৎপাদন বেড়েছিল 4.6 শতাংশ। তবে অক্টোবরে গিয়ে ভারতীয় উৎপাদন শিল্প একপ্রকার মুখ থুবড়ে পড়েছে! নভেম্বর মাসের হিসেব বলছে, ভারতীয় উৎপাদন খাতের অবস্থা গত 9 মাসের মধ্যে সবচেয়ে খারাপ।

শিল্প উৎপাদনে বড় ধাক্কা!

ভারতের শিল্প উৎপাদন খাত যে বড়সড় ধাক্কা খেয়েছে তার অন্যতম প্রমাণ মিলেছে হাতেনাতে। এইচএসবিসি ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং পার্চেসিং ম্যানেজার্স সূচক এই মুহূর্তে 56.6 এ দাঁড়িয়েছে। অর্থাৎ গত 9 মাসের হিসেবে নভেম্বরের অবস্থা সবচেয়ে খারাপ। এদিকে, GST কাঠামোতে বদল অর্থাৎ করের হার কমে যাওয়া এবং উৎসবের মরসুম শেষে বিক্রি কিছুটা কমে যাওয়ার জের প্রভাব পড়েছে গত নভেম্বরের GST আদায়ের উপরেও।

সরকারি তথ্য অনুযায়ী, ভারতে GST আদায়ের পরিমাণ মাত্র 0.7 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 1.7 লক্ষ কোটি টাকায়। যা অক্টোবরে ছিল প্রায় 1.96 লক্ষ কোটি টাকা। তবে হিসেবটা যদি গত বছরের নভেম্বরে করা হয় সে এই পরিমাণটা ছিল 1.69 লক্ষ কোটিতে। অর্থাৎ চলতি আর্থিক বছরে এর আগে কোনও মাসেই GST আদায় এতটা কমে যায়নি।

বলাই বাহুল্য, গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে ঘোষণার পরই কেন্দ্র GST কমানোর সিদ্ধান্ত নিলে কিছুদিন কেনাকাটা বন্ধ রেখেছিলেন সাধারণ মানুষ। এরপর নতুন GST কাঠামো পুরোপুরি লাগু হয়ে যেতেই এক ধাক্কায় বেড়ে যায় বিক্রি। সময়টা ছিল 22 সেপ্টেম্বরের পর। এই সময় দেশজুড়ে পড়েছিল কম দামে জিনিস কেনার হিড়িক। এদিকে গত অক্টোবরে খনন এবং বিদ্যুৎ উৎপাদন কমেছিল 1.8 শতাংশ এবং 6.9 শতাংশ পর্যন্ত। শুধু তাই নয়, স্বল্পমেয়াদী ভোগ্যপণ্য উৎপাদন কমে গিয়েছে 4.4 শতাংশ পর্যন্ত। যেখানে দীর্ঘমেয়াদী ভোগ্য পণ্যের উৎপাদন কমেছিল 0.5 শতাংশ।

কিন্তু কেন এমন হল? বেশ কয়েকটি সমীক্ষার রিপোর্ট সহ বিশেষজ্ঞদের মতামত থেকে জানা গেল, দেশে বিক্রি কমে যাওয়া এবং আমেরিকার বিপুল শুল্কের কারণে বিদেশি বরাত কমেছে, যার জেরে দেশে মাথা নুইয়েছে উৎপাদন। হিসেব করে দেখতে গেলে, গত অক্টোবর মাসে ভারতের উৎপাদন বিগত 13 মাসের তুলনায় সবচেয়ে কম ছিল। এদিকে গত নভেম্বরের উৎপাদন 9 মাসের মধ্যে সর্বনিম্ন।

অবশ্যই পড়ুন: উচ্চ মাধ্যমিকে অতিরিক্ত ফি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর!

প্রসঙ্গত, GST বেশ খানিকটা কমে গেলেও তার সুবিধা ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছে সাধারণ মানুষের কাছে। বিশেষজ্ঞদের মতে, কর হ্রাস বিদেশি শুল্কের প্রভাবকে কমাতে পারবে না। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গতমাসে অর্থাৎ নভেম্বরে দেশের বাজার থেকে GST আদায়ের পরিমাণ কমেছে 2.3 শতাংশ। আমদানি খাতে আবার GST বা কর আদায় 10.2 শতাংশ বেড়ে 45,976 কোটি হয়েছে।

Leave a Comment