বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ওয়ানডে জয়ের স্বাদ ঘুঁচিয়ে দিয়েছে দ্বিতীয় ওয়ানডের পরাজয়। গতকাল 4 বল হাতে রেখেই ভারতের 359 রানের লক্ষ্য পূরণ করে সহজ জয়ে তোলে দক্ষিণ আফ্রিকা। তাতে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার ফের আরও একবার প্রোটিয়াদের সামনে মাথা নোয়াতে হল টিম ইন্ডিয়াকে।
আর এই অসফলতার নেপথ্যে যাঁকে কাঠগড়ায় তোলা হচ্ছে তিনি হলেন ভারতীয় দলের তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। ওয়াকিবহাল মহল মনে করে, এই ভারতীয় বোলারের খারাপ পারফরমেন্সের কারণেই সহজে জয়ের মুখ খুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ম্যাচ চলাকালীন তাঁর সাথে এক প্রকার বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন অধিনায়ক কেল রাহুলও (KL Rahul On Prasidh Krishna)। তাঁকে নিজের মস্তিষ্ক ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।
মাঠেই প্রসিদ্ধকে মস্তিষ্ক ব্যবহার করার পরামর্শ দেন রাহুল
বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সেই সূত্রেই ব্যাট করতে নেমে চড়াই উৎরায় পেরিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়াদের 359 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বিরাট কোহলিদের দল। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের একেবারে দমিয়ে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দফায় দফায় দক্ষিণ আফ্রিকার কয়েকটি উইকেট ভাঙলেও সেই কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ভারতীয় বোলারদের। এরই মাঝে দুই উইকেট নিলেও যাঁর ব্যর্থতা সবচেয়ে চোখে লেগেছে তিনি হলেন প্রসিদ্ধ কৃষ্ণা।
গতকাল, একার হাতে 8.2 ওভার করে দক্ষিণ আফ্রিকাকে 85 রান দিয়ে দিয়েছিলেন ভারতের এই তরুণ বোলার। এদিন যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানবেন ভারতীয় বোলিং বিভাগের ব্যর্থতার সবচেয়ে বেশি আলগা যদি কেউ করে দিয়ে থাকেন তাহলে তিনি ছিলেন কৃষ্ণা। তাঁর বলেই বেছে বেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন প্রতিপক্ষের প্লেয়াররা। মূলত সেই কারণেই গতকাল ম্যাচ চলাকালীন কৃষ্ণাকে মাথা খাটিয়ে বল করার পরামর্শ দিচ্ছিলেন রাহুল। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অবশ্যই পড়ুন: ৬০০ উইকেট নিয়ে বিশ্বের তিন নম্বর বোলার হয়ে উঠলেন এই KKR তারকা
ওই ভিডিওটিতে প্রসিদ্ধ কৃষ্ণাকে উদ্দেশ্য করে কন্নড় ভাষায় রাহুলকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, “প্রসিদ্ধ তুমি নিজের মাথা ব্যবহার করো না, আমি তোমাকে বলছি হেডের দিকে বল করো না।” রাহুলের তরফে এমন পরামর্শ পেয়েও সেই হেড লক্ষ্য করে বল করেন কৃষ্ণা, আর তারপরই চটে গিয়ে অধিনায়ক বলেন “আমি তোমাকে বারবার বলেছি, হেডের দিকে বল করো না। কিন্তু তুমি তাও সেই হেড লক্ষ্য করে বল করে যাচ্ছো।” এদিন প্রসিদ্ধ কৃষ্ণাকে বারবার নিজের মস্তিষ্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক রাহুল। কিন্তু সেইসব পরামর্শ সত্বেও কৃষ্ণার ওভার থেকেই সবচেয়ে বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
View this post on Instagram