সহেলি মিত্র, কলকাতা: মধ্যবিত্তদের জন্য রইল খারাপ খবর। আচমকা কেরোসিন তেলের দাম (Kerosene Price) বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বিশেষ করে আপনিও যদি রেশনে কেরোসিন তেল নিয়ে থাকেন তাহলে এবার থেকে আরও বেশি টাকা দিয়ে তা আপনাকে কিনতে হবে। রেশনে এক ধাক্কায় ৪ টাকা অবধি কেরোসিন তেলের দাম বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কেরোসিন তেলের দাম বাড়াল সরকার
জানা গিয়েছে, এটা নিয়ে তিনমাসের মধ্যে মোট বৃদ্ধি ৬ টাকা। একদিকে যখন মুদ্রাস্ফীতির মারে জেরবার দেশের আমজনতা, সেখানে কেরোসিন তেলের দাম বৃদ্ধি সকলের কাছে গোদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে। এই দাম বৃদ্ধির ফলে রেশন ডিলাররা সিঁদুরে মেঘ দেখছেন। অনেকের মতে, কেরোসিন তেলের এহেন দাম বৃদ্ধির ফলে অনেকেই আছেন যারা আর তেল কেনার আগ্রহ দেখাবেন না।
কলকাতায় কত টাকায় মিলবে?
খাদ্য দফতর সূত্রে খবর, এখন কলকাতায় কেরোসিনের দাম হবে ৬৭ টাকা বলে মনে করছে ডিলার সংগঠন। এছাড়াও বাকি জেলাগুলিতে দাম ৭০ টাকার মধ্যে থাকবে। এর ফলে বেশি দামের কারণে রেশন গ্রাহকদের কাছে কেরোসিনের চাহিদা আরও কমবে বলে আশঙ্কা ডিলার সংগঠনের। অনেকের মতে, পশ্চিমবঙ্গে কেরোসিনের চাহিদা কমাতেই এটা কেন্দ্রের কৌশল হতে পারে।
ডিলার সংগঠন নেতা অশোক গুপ্তের অভিযোগ, গোটা দেশেই রেশন মারফত কেরোসিন বণ্টন তুলে দিতে মরিয়া দিল্লি। কিন্তু বাংলা তাতে রাজি নয়। কলকাতা হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতেই মোদি সরকার বাংলায় সবচেয়ে বেশি পরিমাণে কেরোসিন দিতে বাধ্য হয়।