রথের দড়ি টানতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা পুরীতে! আহত ৫৫০

প্রীতি পোদ্দার, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা পুরীতে! রথযাত্রা উৎসবে (Puri Rath Yatra 2025) বড় বিপর্যয় নেমে এসেছে দর্শনার্থীদের জীবনে। অত্যাধিক ভিড়ের চাপে অসংখ্য মানুষ আহত হয়েছেন। যেটি সংখ্যায় প্রায় ৫০০ ছাড়িয়ছে। ঘটনাটি ঘটেছে যখন বলরামের রথ তালধ্বজ টানতে শুরু করেন সাধারণ মানুষ। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আহত পুণ্যার্থীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুরীতে মর্মান্তিক ঘটনা!

হিন্দুশাস্ত্র অনুযায়ী সবচেয়ে হিন্দু ধর্মে সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় উৎসব গুলোর মধ্যে অন্যতম হল পুরীর রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও সেই বিশাল ধর্মীয় উৎসবে যোগদান করতে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা।

কিন্তু এবারে সেই উৎসবের আনন্দ মুহূর্তেই যেন পরিণত হল ভয় এবং কান্নায়। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার বলভদ্রের রথ ‘তালধ্বজ’ টানার সময় প্রচণ্ড ভিড়ের চাপে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আহত হন অন্তত ৫৫০ জন ভক্ত।

আহত অসংখ্য পুণ্যার্থী!

ঘটনাসূত্রে জানা গিয়েছে, জগন্নাথ মন্দির থেকে ২.৫ কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যান ভক্তরা। সেই সময় বলভদ্রের রথের সামনে ভক্তদের মধ্যে রথের দড়ি ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই শুরু হয় ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি।

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে ভিড় নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়। আহত হন বহু মানুষ। তার মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আপাতত ৬৮ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে আরেকটি ধাক্কা! স্থলপথে পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ভারতের

উল্লেখ্য, এর আগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ সঠিকভাবে না পালন করার দায়ে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। যার মধ্যে অন্যতম হল পুরীর রথযাত্রা। কিন্তু বারংবার এমন ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা প্রশাসনিক গাফিলতিকে টার্গেট করা হচ্ছে। ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,“পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে ভিড় অনিয়ন্ত্রিত হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তদন্ত শুরু করা হবে।”

Leave a Comment