IPL নিলামের আগেই বিরাট খবর! ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে আনতে পারে KKR

Venkatesh Iyer KKR he may join KKR again

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 সিজনে কেরিয়ারের অন্যতম খারাপ সময় দেখেছে কলকাতা নাইট রাইডার্স। একের পর এক সহজ ম্যাচে হেরে একপ্রকার নাক কাটিয়েছে শাহরুখ খানের এই দল। যার কারণে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকেই যাত্রা শেষ করতে হয়েছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কে জানত, 2024 এ চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই একেবারে বেহাল দশা হবে এই দলটার। যদিও পুরনো ব্যর্থতা আপাতত গা থেকে ঝেড়ে ফেলেছে KKR। হেড কোচ থেকে শুরু করে সহকারী কোচ এবং বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে কিংবদন্তি প্লেয়ারদের। এরই মাঝে শোনা যাচ্ছে, যাঁকে নিয়ে এত সমালোচনা, সেই 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিলেও নিলাম থেকে তাঁকে ফের দলে টানতে পারে কিং খানের ফ্রাঞ্চাইজি (Venkatesh Iyer KKR)।

ভেঙ্কটেশ আইয়ারকে ফের কিনে নেবে KKR?

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে রিটেনশন তালিকা থেকে ঠিক একইভাবে ভেঙ্কটেশ আইয়ারকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। একাধিক রিপোর্ট অনুযায়ী, পছন্দের দল থেকে বাদ পড়ার পর চোখ ভিজেছিল ভারতীয় তারকার। যদিও পরবর্তীতে নিলাম টেবিলে সকলকে চমকে দিয়ে 23 কোটি 75 লাখের বিপুল অর্থ দিয়ে ভেঙ্কিকে কিনে নেয় কলকাতা। তবে সবচেয়ে বেশি অর্থ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আইয়ার।

2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার জার্সি গায়ে 11 ম্যাচে অংশ নিয়ে মাত্র 142 রান তুলতে পেরেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তাছাড়া বল হাতে কিছুই করতে পারেননি তিনি। সব মিলিয়ে, 23 কোটি 75 লাখ টাকা নিয়ে KKR ম্যানেজমেন্টের হতাশা বাড়িয়েছিলেন ভেঙ্কটেশ। আর তারপর থেকেই উঠেছিল সমালোচনার ঝড়। নাইট ভক্তদের দাবি ছিল আর যাই হোক এই প্লেয়ারকে দলে রাখা যাবে না। জল্পনা বেড়েছিল IPL 2026 নিলামের আগেই তাঁকে ছেড়ে দিতে পারে শাহরুখের দল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন ভেঙ্কটেশ। তবে এখন শোনা যাচ্ছে, এই প্লেয়ারকে নাকি পুনরায় দলে টেনে নেবে নাইট ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: বড় খবর! টি-টোয়েন্টিতে ফিরছেন রোহিত শর্মা

News 18 এর একটি রিপোর্ট অনুযায়ী, গত সিজনে পৌণে 24 কোটি নিয়ে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে ভেঙ্কটেশকে কম দামে কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। মাঝে শোনা গিয়েছিল, আইয়ারকে দলে নেওয়ার জন্য প্রস্তুত বেশ কিছু IPL টিম। তবে শেষ পর্যন্ত যদি নিলাম থেকে কলকাতাই তাকে কিনে নেয়, সেক্ষেত্রে বিষয়টা অবাক হওয়ার মতোই হবে। তাছাড়াও সম্প্রতি নাইট শিবির থেকে বাদ পড়ে ফের KKR এই ফিরতে চেয়েছিলেন আইয়ার। বলেছিলেন, “এই দলটার হয়েই আবারও খেলতে চাই।” তাতে অনেকেই মনে করছেন, হয়তো নাইট শিবির থেকে কোনও ইঙ্গিত পেয়েছেন এই ভারতীয় তারকা।

Leave a Comment