বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ওয়ানডে জিতে গর্বে বুক ফুললেও দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের পর হতাশা গ্রাস করছে ভারতের ক্রিকেট প্রিয় মানুষদের। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ অর্থাৎ তৃতীয় ওয়ানডেতে জয় খোঁজাই এখন লক্ষ্য মেন ইন ব্লুর। সেজন্য যতদূর পর্যন্ত যেতে হয় যাবে ভারতের ছেলেরা। এদিকে পরপর দুই সেঞ্চুরির পর তৃতীয় ওয়ানডেতেও বিরাট কোহলির (Virat Kohli) থেকে বড় রান আশা করবেন ভক্তরা। আর এখানেই রয়েছে টুইস্ট। হিসেব বলে, ভারতীয় মহাতারকা বিরাট কোহলি যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকান সেক্ষেত্রে 7 বছরের পুরনো ইতিহাস ফিরে দেখবেন তিনি। তৈরি হবে নতুন রেকর্ড।
বিরাট ইতিহাস পুনরায় লেখার সুযোগ রয়েছে বিরাটের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যর্থতাকে একেবারে গা থেকে ঝেড়ে ফেলেছিলেন কোহলি। রাঁচির মাঠে দেখা মিলেছিল পুরনো বিরাটের। এদিন একার হাতে 120 বলে 135 রানের বিরাট ইনিংস খেলেছিলেন চিকু। কে জানত দ্বিতীয় ওয়ানডেতে পৌঁছেও একই কাজ করবেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় আসরেও সকলকে চমকে দিয়ে সেঞ্চুরি করেন বিরাট। আর সেই সূত্রেই এই মুহূর্তে বড় মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে ভারতীয় ক্রিকেটার।
না বললেই নয়, বিরাট যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকান তবে শত রানের নিরিখে হ্যাটট্রিক করে ফেলবেন ভারতীয় মহাতারকা। এখানেই শেষ নয়, তিন নম্বর সেঞ্চুরির সাথে সাথেই 7 বছরের পুরনো ইতিহাস ফের নিজের হাতে লিখবেন কোহলি। আসলে শেষবারের মতো 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর তিনটে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার সেই একই কাজ যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে করতে পারেন তবে নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সেঞ্চুরির দ্বিতীয় হ্যাটট্রিক গড়ে ফেলবেন রোহিত সতীর্থ।
অবশ্যই পড়ুন: কমছে EMI! দেশবাসীকে সুখবর দিয়ে ফের রেপো রেট কমাল RBI
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একটানা পরপর তিনটি ম্যাচে সেঞ্চুরি করা মুখের কথা নয়। যদিও সেটাই 2018 তে করে দেখিয়েছিলেন বিরাট কোহলি। তাহলে কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন কোটি কোটি ভক্তের পছন্দের ক্রিকেটার? বলে রাখি এর আগে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন শুধুমাত্র পাকিস্তানের বাবর আজম। এই পাক তারকা 2016 এবং 2022 সালে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সেঞ্চুরি হ্যাটট্রিক করেন।