বিরাট সেঞ্চুরি না করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো BCCI-কে! প্রকাশ্যে চমকে দেওয়ার মতো তথ্য

India vs South Africa match ticket sale increased for Virat Kohli Hundred

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি সেঞ্চুরি (Virat Kohli Hundred) না করলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো BCCI কে! সম্প্রতি এমন চমকে দেওয়ার মতো তথ্যই উঠে আসছে নেট দুনিয়ায়। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, কোহলির ব্যাটে যদি সেঞ্চুরি না আসতো তাহলে হয়তো টিকিট বিক্রিই হতো না। হ্যাঁ আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রাঁচির মাঠে কোহলির দাপুটে সেঞ্চুরির পরই শেষ ওয়ানডের টিকিট বিক্রি একেবারে লাফিয়ে বেড়েছে। যার জেরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচের টিকিটের চাহিদা এই মুহূর্তে গগনচুম্বি।

কোহলির সেঞ্চুরির পরই বাড়ল তৃতীয় ম্যাচের টিকিট বিক্রি

Tv 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচ অর্থাৎ অন্তিম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল গত 28 নভেম্বর থেকেই। প্রথম রাউন্ডের জন্য টিকিট বিক্রি শুরু হলে সে অর্থে খুব একটা আগ্রহ দেখাননি, ক্রিকেট ভক্তরা। তবে রাঁচির প্রথম ওয়ানডেতে বিরাট সেঞ্চুরি হাঁকাতেই বদলে গেল গোটা চিত্র। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচের টিকিট বিক্রির জন্য 1 ডিসেম্বর ও 3 ডিসেম্বর খুলেছিল অনলাইন উইন্ডো। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় তৃতীয় ম্যাচের সমস্ত টিকিট।

অনেকেরই দাবি, প্রথম ওয়ানডেতে বিরাট 135 রান করার পরই তৃতীয় ম্যাচ নিয়ে উন্মাদনা বেড়েছে ক্রিকেট ভক্তদের। মূলত সেই কারণেই হাজার হাজার টাকা খরচা করেও মুহূর্তের মধ্যে তৃতীয় ওয়ানডের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন সমর্থকরা। সেই সূত্র, আর্থিক ক্ষতির মুখ থেকে বেঁধেছে ভারতীয় ক্রিকেট বোর্ড! বলে রাখি, বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডের টিকিটের দাম শুরু হচ্ছে 1,200 টাকা থেকে। এছাড়াও সর্বোচ্চ 18,000 টাকা বা তারও বেশি মূল্যের টিকিট রয়েছে।

অবশ্যই পড়ুন: লাগবে না ডেবিট কার্ডের চার্জ, উঠে যাবে মিনিমাম ব্যালেন্সের নিয়ম! আপনার টাকা বাঁচাবে RBI

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডেতেই পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। একই ঘটনার পুনরাবৃত্তি যদি বিশাখাপত্তনমের মাটিতে শেষ ওয়ানডেতেও করতে পারেন বিরাট, সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফেলবেন এই ভারতীয় মহাতারকা। আর সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ভক্ত মহল।

Leave a Comment