সৌভিক মুখার্জী, কলকাতা: নিজের প্রেমিকাকে নিয়ে অশালীন মন্তব্য করার জেরে বন্ধুকে খুন করল যোগী রাজ্যের এক যুবক (Uttar Pradesh Murder)। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মিরাটে ঘটা এই ঘটনায় অভিযুক্ত যুবক তার নিজের বন্ধুকেই ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাটি কী?
আসলে গত ২৭ নভেম্বর পুলিশ পার্থপুর থানা এলাকার রেল লাইনের কাছে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পায়। তারপর সেটিকে উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে জানা যায়, ওই মৃত ব্যক্তির নাম রাজু। সে মালিয়ানা থানার টিপিনগরের বাসিন্দা। তাঁর ভাই পাপ্পু পুলিশকে জানিয়েছে, রাজুকে ইট দিয়ে হত্যা করা হয়েছে এবং মৃতদেহটি মোহকামপুর সেক্টরে ফেলে দেওয়া হয়েছিল। সবকিছু শোনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে ওই মৃতের বন্ধু অভিযুক্ত ২০ বছর বয়সী হানির নাম উঠে আসে। প্রথমে সে পলাতক থাকা সত্ত্বেও পুলিশ ৩ ডিসেম্বর মোহকামপুর ফেজ-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এবং অপরাধে ব্যবহৃত সেই ইটটিকেও উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে হানি জানিয়েছে যে, সে একসময় সবজি বিক্রি করত। বছর দেড়েক আগে বাজারে সবজি বিক্রি করার সময় রাজু তাকে একবার মারধর করেছিল এবং তার প্রেমিকাকেও অশালীন মন্তব্য করেছিল। হানি এতে গভীরভাবে ক্ষুব্ধ হয় এবং তখনই সিদ্ধান্ত নেয় যে, রাজুকে হত্যা করবে। সেমতাবস্থায় গত ২৫ নভেম্বর রাত ৮ঃ৪৫ এ হানি রাজুকে ফোন করে। তবে ঐদিন রাজু মদ্যপ অবস্থায় ছিল। এরপর হানি তাকে রেল ক্রসিং-এ ডেকে পাঠায়।
আরও পড়ুন: ভোটের আগে জনদাবি পূরণে জেলায় জেলায় যাবে আধিকারিকরা! বিজ্ঞপ্তি জারি নবান্নের
বেশ কয়েকবার ডাকার পর রাজু সেখানে পৌঁছলে মদ্যপ অবস্থায় দু’জনে মোহকামপুর বনাঞ্চলের দিকে গাড়ি চালিয়ে যায়। যখন হানি বুঝতে পারে যে রাজু মদ্যপ অবস্থায় রয়েছে, তখনই তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয় এবং পড়ে থাকা একটি ইট তুলেই রাজুর মাথা ও মুখে পাঁচবার আঘাত করে। এমতাবস্থায় মদ্যপ থাকার কারণে রাজু অজ্ঞান হয়ে পড়ে এবং হানি পালিয়ে যায়। এমনকি রাজুর ফোন থেকে সিমটি ভেঙে জঙ্গলে এবং ফোনটিকে একটু ড্রেনে ফেলে দিয়ে চলে আসে সে। সেখান থেকেই পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই ধৃতকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে।