সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা মেট্রো (Kolkata Metr) যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার রবিবারেও মিলবে একদম সকাল থেকে মেট্রো। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) ৭ ডিসেম্বর রবিবার, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার (WBJS) কারণে নতুন সময়সূচী ঘোষণা করেছে। এদিন শহর ও শহরতলির অনেক প্রার্থী ভোরে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। ফলে তাদের সুবিধার কথা মাথায় রেখে, কলকাতা মেট্রো রেল রবিবার নিয়মিত সময়সূচীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে একদিকে যেমন পরীক্ষার্থীরা লাভবান হবেন তেমনই নিত্য যাত্রীদেরও পোয়া বারো হবে।
রবিবার সকাল থেকে চলবে মেট্রো
কেএমআরসিএল কর্মকর্তাদের মতে, এই দিন ব্লু লাইন এবং গ্রিন লাইন স্বাভাবিকের চেয়ে এক ঘন্টা আগে চলাচল শুরু করবে। তবে, হলুদ লাইনের মেট্রোর কর্মসূচিতে কোনও পরিবর্তন হবে না। এর পাশাপাশি পার্পেল এবং অরেঞ্জ লাইন রবিবার যথারীতি বন্ধ থাকবে। সাধারণত, ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষের মধ্যে চলমান মেট্রো পরিষেবা রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়। তবে আগামী রবিবার, ৭ ডিসেম্বর, WBJS প্রার্থীদের সুবিধার্থে মেট্রো পরিষেবা সকাল ৮টা থেকে শুরু হবে।
আরও পড়ুনঃ সর্বস্ব নিয়ে পাপ মুছতে গীতার উপর ৫০ টাকা রেখে পালাল ‘চোর’! অবাক কাণ্ড কালনায়
রবিবার মেট্রো পরিষেবার সংখ্যা স্বাভাবিক আপ ডাউন মিলিয়ে ১৩০-র বদলে ১৩৬টি মেট্রো চালানো হবে, অর্থাৎ সকাল থেকে তো মেট্রো চলবেই সেইসঙ্গে আরও বেশি রেকও মিলবে। মেট্রো পরিষেবাগুলি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ২০ মিনিটের ব্যবধানে উপলব্ধ থাকবে, তারপরে মেট্রো পরিষেবাগুলি ৪ মিনিটের ব্যবধানে চলবে।
গ্রিন লাইনের জন্য সংশোধিত সময়সূচী দেখুন
হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত গ্রিন লাইনে, সকাল থেকে রাত পর্যন্ত মোট আপ ডাউন মিলিয়ে ১১০টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত পরিষেবা সকাল ৮টায় শুরু হবে, অন্যদিকে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো ট্রেনটি সকাল ৮:০২ মিনিটে পাওয়া যাবে। সাধারণত, রবিবার, উভয় রুটে মেট্রো পরিষেবা সকাল ৯ টায় শুরু হয়। তবে, শেষ মেট্রোর সময়সূচীতে কোনও পরিবর্তন হয়নি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত শেষ মেট্রো রাত ৯:৪৫ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো রাত ৯:৪৭ টায় পাওয়া যাবে।