সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া ডিভিশনে (Howrah railway division) ট্রেন দেরিতে চলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। একদিকে যখন ভারতীয় রেল বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করছে, অন্যদিকে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে কাজ করছে, সেখানে অপরদিকে বিশেষ করে পূর্ব রেলের অধীনে থাকা ট্রেনগুলি নিয়ে নিত্য অশান্তিতে ভুগছেন সাধারণ যাত্রীরা। কিছুতেই ট্রেন যেন সময়ের মধ্যে এসে পৌঁছাচ্ছে না। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে? অবশেষে এই নিয়ে নীরবতা ভাঙলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।
হাওড়া ডিভিশনে রোজ ট্রেন লেট কেন?
পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ডিভিশনের যাত্রীদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। একের পড় এক ট্রাফিক ব্লক, এই সেই স্টেশনে কাজ, লাইনে কাজের জেরে ট্রেন লেট থেকে শুরু করে লোকাল, মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল যেন জলভাতের সমান হয়ে গিয়েছে। রেলের কাছে বারবার অভিযোগ যাচ্ছে যাত্রীদের তরফে। যদিও এই নিয়ে নিরব রেল। কবে মিলবে সুরাহা? হাওড়ায় নিত্যদিন ট্রেন লেট নিয়ে দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থার উপরে দায় চাপালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।
বড় তথ্য দিল পূর্ব রেল
শুক্রবার আইসিসি বণিকসভা আয়োজিত রেলের অনুষ্ঠানে এসেছিলেন পূর্ব রেলের জেনারেল মিলিন্দ দেউস্কর। সেখানেই রীতিমতো দক্ষিণপূর্ব ডিভিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। মিলিন্দবাবু জানালেন, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময়ে পূর্ব রেলের জ়োনে ঢুকছে, তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। যে কারণে সাধারণ ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে যেমন পারছে না তেমনই সময়মতো চলতেও পারছে না। সব মিলিয়ে গতি কমছে পরিষেবার।
আরও পড়ুনঃ সহজ গ্রুপে আর্জেন্টিনা! কোথায় ব্রাজিল? প্রকাশ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস
দক্ষিণ-পূর্ব রেল ডিভিশনের অন্তর্গত অংশে ট্রেনের গতি নিয়ে প্রশ্ন উঠলেও নাকি কোনও হেলদোল নেই রেলের কর্তাদের বলে অভিযোগ। কিন্তু বিষয়টি এবার যথেষ্ট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন দিল্লির রেলবোর্ডের কর্তারাও। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের বক্তব্য সেই বিষয়টিকে যেন আরও দুইয়ে দুইয়ে চার করে দিল।