হঠাৎই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি নচিকেতা, বসল স্টেন্ট! কেমন আছেন গায়ক?

সহেলি মিত্র, কলকাতা: আচমকা হাসপাতালে ভর্তি করানো হল সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে (Nachiketa Chakraborty)। জানা গিয়েছে, শনিবার রাতে বাংলার এই বিখ্যাত সঙ্গীতশিল্পীর বুকে আচমকা ব্যাথা ওঠায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে এহেন খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। এখন কেমন আছেন শিল্পী? ঠিক কি হয়েছিল তাঁর? চলুন জেনে নেবেন ঝটপট।

হাসপাতালে ভর্তি শিল্পী নচিকেতা

এমনিতে তো সারাবছরই সঙ্গীতশিল্পীদের নানা অনুষ্ঠান থাকে। বিভিন্ন জায়গায় গিয়ে তাঁদের পারফর্ম করতে হয়। তেমনই পরপর কয়েকদিন ধরে টানা কয়েকদিন অনুষ্ঠান করেন নচিকেতা চক্রবর্তী। এরপর শনিবার হঠাতই অসুস্থ হয়ে পড়লেন গায়ক। সূত্রের খবর, শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয় ৬১ বছরের গায়কের। এরপর আর সময় নষ্ট না করে রাত দুটো নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

চিকিৎসকরা যথেষ্ট উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের মতে, আগে নাকি নচিকেতার হৃদরোগ ছিল না। অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু সম্প্রতি পর পর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ পড়েছে বলে জানা গিয়েছে। এর ফলে এরকম অবস্থা হয়েছে তাঁর। যদিও কবে শিল্পী হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।

রবিবার বাতিল অনুষ্ঠান

প্রাথমিক সূত্রে খবর, শিল্পীর হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল। জানলে অবাক হবেন, আজ রবিবারও আসানসোলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বলে খবর।মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী সংবাদমাধ্যমে-কে জানান, ‘বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। বুকে স্টেন্ট বসেছে, তবে আগের থেকে সুস্থ আছেন। হয়তো দু-এক দিনের মধ্যে ছেড়েও দেওয়া হবে।’

Leave a Comment