সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাইক মার্কেটে বিরাট চমক। Hero MotoCorp এবং Harley-Davidson এবার যৌথভাবে লঞ্চ করল Harley-Davidson X440 T মডেল। আর এটি বর্তমানে 440cc সেগমেন্টের টপ এন্ড ভেরিয়েন্ট। বহুদিন ধরে আলোচনার বিষয় ছিল এই বাইক। অবশেষে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ্য আসলো। শুধু X440 T নয়, বরং সাথে আনা হয়েছে কোম্পানির CVO 2025 লাইনে লাইনআপের Street Glide এবং Road Glide মডেলও। কিন্তু কী কী ফিচার রয়েছে, দাম কত আর কী কী পরিবর্তন আনা হয়েছে তা বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
আগের থেকে আরও স্টাইলিশ ও অ্যাডভান্সড
জানিয়ে রাখি, 2023 সালে জুলাই মাসে লঞ্চ হওয়া X440 ছিল Harley-Davidson এর সেই সময়ের সবথেকে সস্তার বাইক। আর এবার X440 T এ যুক্ত হয়েছে নতুন রাইড বাই ওয়্যার প্রযুক্তি। অর্থাৎ, বাইকের থ্রটল সিস্টেম সম্পূর্ণ ইলেকট্রনিক। অন্যদিকে নতুন নিরাপত্তা ফিচার হিসেবে রাইড-বাই-ওয়্যার ইলেকট্রনিক থ্রটল বডি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, রিয়ার হুইল ABS দেওয়া রয়েছে। আর এই আপগ্রেডের ফলে রাইডিং আরও উন্নত হয়েছে।
এদিকে বাইকটি এবার বিভিন্ন রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে চালানোর জন্য দুটি রাইড মোড দেওয়া রয়েছে। আর সেগুলি হল রোড এবং রেইন মোড। ভেজা রাস্তায় রেইন মোড নিরাপত্তা দেবে, আর রোড মোড সাধারণ রাস্তায় সেরা পারফরমেন্স দেবে। সবথেকে নজর করা আপডেট হল প্যানিক ব্রেকিং অ্যালার্ট সিস্টেম, যেখানে হঠাৎ করে ব্রেক করলে বাইকের সমস্ত ইন্ডিকেটর দ্রুত ব্লিঙ্ক করতে থাকবে। ফলে পেছনের যানবাহন সতর্ক হবে।
ডিজাইনে বড় পরিবর্তন
এদিকে এবারের এই বাইকটিতে ডিজাইনেও বিরাট পরিবর্তন আনা হয়েছে। জানা গিয়েছে, এবার পিছনের সাব ফ্রেমে নতুন ডিজাইন দেওয়া হয়েছে। আর নতুন আকৃতির টেল সেকশন থাকছে। পাশাপাশি উন্নত গ্রাব রেল প্রযুক্তি দেওয়া রয়েছে। এই প্রযুক্তি পিছনের সিটে বসা আরোহীকে আরও আরাম দেবে।
আরও পড়ুন: ‘রাজ্যে ফের ফিরছে চিটফান্ড সিন্ডিকেট, পিছনে তৃণমূল!’ বিস্ফোরক ভিডিও ফাঁস
দাম এবং বুকিং
সবথেকে বড় ব্যাপার, এবার X440 T এর দাম কমিয়ে নাগালের মধ্যেই আনা হয়েছে। এক কথায়, মধ্যবিত্তের বাজেটে পাওয়া যাচ্ছে এই বাইক। জানা যাচ্ছে, X440 Vivid ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 2,34,500 টাকা, X440 S ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 2,54,900 টাকা এবং X440 T অর্থাৎ টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 2,79,500 টাকা। আরে বাইকটি আজ অর্থাৎ 7 ডিসেম্বর থেকেই বুকিং শুরু হয়েছে। এমনকি Harley-Davidson এবং Hero Premia ডিলারশিপের ওয়েবসাইট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে এই বাইক।