বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ায় দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer Health Update)। সেই থেকেই মাঠের বাইরে তিনি। চোটের কারণে হাত ফসকেছে একের পর এক টুর্নামেন্ট। ভারতীয় তারকার চিকিৎসক সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আইয়ার। তবে মাঠে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে তাঁর। আর এখানেই দানা বাঁধছে যে এক গভীর প্রশ্ন। IPL 2026 এ তাহলে কি খেলতে পারবেন না KKR এর প্রাক্তন অধিনায়ক?
IPL 2026 এ খেলতে পারবেন আইয়ার?
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, এখনও চোট যন্ত্রনা কাটিয়ে উঠতে পারেননি শ্রেয়স আইয়ার। তবে ধীরে ধীরে চোট সারছে তাঁর। চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আল্ট্রাসাউন্ড স্ক্যান হবে ভারতীয় তারকার। সেখানেই বোঝা যাবে আইয়ারের পাঁজরের চোট কেমন রয়েছে। তবে চিকিৎসকরা আশা করছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ভারতীয় ক্রিকেটার। এ প্রসঙ্গে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দীনেশ পার্দিওয়ালার নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে। সেই দলই নজর রাখছে ভারতীয় তারকা শারীরিক অবস্থার উপর।
আপাতত যা খবর, ইতিমধ্যেই আল্ট্রাসনোগ্রাফি হয়ে গিয়েছে আইয়ারের। সেই রিপোর্ট দেখার পর পার্দিওয়ালা বুঝেছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। এদিকে ইতিমধ্যেই ধাপে ধাপে শরীর চর্চা শুরু করে দিয়েছেন ভারতীয় তারকা। তবে চিকিৎসক সূত্রে খবর, অনুশীলনে এখনই ফিরতে পারবেন না তিনি। এর জন্য কিছুটা সময় প্রয়োজন আইয়ারের। ডিসেম্বরের স্ক্যানের পর পুরোপুরি বোঝা যাবে ভারতীয় ক্রিকেটারের শারীরিক অবস্থা। আর তারপরই অন্যান্য ক্রিকেটারদের মতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব হবে তাঁর। সেখানে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলে চিকিৎসকদের অনুমতি নিয়ে অনুশীলনে ফিরতে পারবেন ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: গাড়ি, ফ্ল্যাট, জমি সঙ্গে বড় ব্যবসাও! কত সম্পত্তির মালিক হুমায়ুন কবীর?
তবে প্রশ্ন থেকে যাচ্ছে, IPL 2026 এ খেলতে পারবেন তো আইয়ার? এক্ষেত্রে চিকিৎসকদের যা অনুমান তাতে, ডিসেম্বরের পরীক্ষার পর আগামী জানুয়ারির মধ্যেই আইয়ার অনুশীলনের জন্য তৈরি হয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত যদি সেটা হয়, সেক্ষেত্রে আসন্ন মার্চের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামতে খুব একটা সমস্যা হবে না পাঞ্জাব কিংসের অধিনায়কের। এক কথায়, IPL এ খেলতে পারবেন আইয়ার।