সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার সমস্যা বাড়তে চলেছে কলকাতাবাসীর। বন্ধ থাকতে চলেছে শহরের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। এমনিতেই কাজের জন্য দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ রাখা হচ্ছে মাঝে মধ্যে। সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। এসবের মাঝেই এবার জানা যাচ্ছে, টানা কয়েক ঘণ্টা বন্ধ থাকবে দুর্গাপুর ব্রিজ (Durgapur Bridge)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বন্ধ থাকবে দুর্গাপুর ব্রিজ
জানা গিয়েছে, টানা ৪০ ঘণ্টা বন্ধ থাকবে নিউ আলিপুর এবং চেতলা সংযোগকারী দুর্গাপুর ব্রিজ। প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার ছোট বড় গাড়ি পাশাপাশি মানুষ হাঁটাচলা করেন। তবে আচমকা এত ঘণ্টা ব্রিজ বন্ধের খবরে মাথায় হাত পড়েছে সকলের। বিকল্প ব্যবস্থা কি রয়েছে? সেই নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন মানুষ।
নিশ্চয়ই ভাবছেন কবে থেকে কতদিন অবধি বন্ধ থাকবে এই ব্রিজ? এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আজ শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা অবধি চেতলা ব্রিজ বা দুর্গাপুর ব্রিজে বন্ধ থাকবে যান চলাচল। অর্থাৎ ইতিমধ্যে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে।
কেন বন্ধ থাকবে ব্রিজ?
জানা গিয়েছে, ব্রিজের লোড টেস্ট অর্থাৎ ভারবহন ক্ষমতা যাচাই করার জন্য ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে ব্রিজের রক্ষণাবেক্ষণের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে। দক্ষিণমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড এবং গোবিন্দ আঢ্য রোড ক্রসিং থেকে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর সেতু এভাবে আচমকা বন্ধ থাকায় দক্ষিণ কলকাতার যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আসলে ২০২৪ সালের
ডিসেম্বরে দুর্গাপুজ ব্রিজ সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন লাগে। যার ফলে খানিকটা ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর অর্থাৎ চেতলা ব্রিজও। তার পর থেকে ওই ব্রিজে বাস ও ভারী যান চলাচল বন্ধ ছিল। যার ফলে সমস্ত বাস ও ভারী যান ঘুরিয়ে দেওয়া হচ্ছিল মহাবীর তলা হয়ে টালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে। এখন নতুন করে এই ব্রিজ পরীক্ষা করার জন্য নতুন করে টানা ২ দিন যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।