সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার (Higher Secondary Examination) আগেই বড়সড় ঘোষণা করে বসল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার স্পষ্ট বলা হল যে, উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের আর কোনওভাবেই বাড়তি লুজ শিট দেওয়া হবে না। পরীক্ষার্থীদেরকে সংসদের তরফ থেকে দেওয়া উত্তরপত্রেই লিখে শেষ করতে হবে এবং নিচে পরীক্ষক সই করবে। পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
কেন চালু করা হচ্ছে এই নিয়ম?
সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, এই বছর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। একে ‘এন্ড অফ লাইন’ বলা যেতে পারে। পরীক্ষকের সই থাকা মানেই এরপরে আর কোনওরকম লেখা থাকবে না। আইনি জটিলতা এড়ানোর জন্যই আমরা এই পদক্ষেপ নিচ্ছি। কারণ, অনেক সময় টুকলি করতে গিয়ে বা মোবাইলসহ পরীক্ষার্থীরা ধরা পড়লে তারা পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে। সেই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেই আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। ছ’টি বিষয়ের মধ্যে যে কোনও একটি পরীক্ষায় এরকম ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা ওই বছরের জন্য বাতিল করা হবে। এমনকি কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করে, তাহলে সংশ্লিষ্ট স্কুলকে জরিমানা দিতে হবে, এবং জরিমানার পাশাপাশি ওই এনরোলমেন্ট বাতিল হয়ে যেতে পারে।
এদিকে এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলছে, পরীক্ষায় আশানুরূপ নম্বর না পেয়ে পরীক্ষার্থীরা খাতা রিভিউ করলে অনেক সময় সমস্যায় পড়তে হয় সংসদকে। অনেক পড়ুয়া দাবি করে বসে যে আরও বেশি উত্তর লিখেছিল, খাতা থেকে কোনও পাতা নাকি হারিয়ে গিয়েছে। তা প্রমাণ করতে গিয়ে কার্যত সংসদকে হ্যাপা পোহাতে হয়। আর এই জটিলতা এড়ানোর জন্যই নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষকদের সঙ্গে কোনও অভদ্র আচরণ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে।
আরও পড়ুন: মধ্যবিত্তদের সুখবর দিয়ে দাম কমল সোনা, রুপোর! আজকের রেট
পাশাপাশি সংসদের এক আধিকারিক জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টারে ২ নম্বর বা ৩ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। ৪ নম্বর কিংবা ৫ নম্বরের প্রশ্ন খুবই কম থাকবে। আশা করা যাচ্ছে, যা খাতা দেওয়া হবে তাতে হামেশাই পরীক্ষা শেষ করা যাবে। যারা প্রশ্নপত্র করছে, তাদেরকে সেরকম ভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর লিখতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা হবে না এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা হবে।