বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরের বটবৃক্ষের নিচে ঠাঁই পেয়েছিলেন বেশ কিছুদিন আগেই। তবে ভিসা সমস্যা কাটিয়ে শহরে আসতে পারছিলেন না মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা (Mohun Bagan New Coach)। তবে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো মঙ্গলবারই। গতকাল রাতেই শহরে পা রাখলেন বাগানের নতুন হেডস্যার লোবেরা। এদিন মধ্যরাতে প্রধান কোচের পাশাপাশি কলকাতা বিমানবন্দরে নামেন মোহনবাগানের নতুন সহকারি কোচ দেওগ্রাসিয়া মার্কেজও।
কবে থেকে মোহনবাগান ব্রিগেডকে অনুশীলন করাবেন লোবেরা?
বাগান সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবার সবুজ মেরুন ব্রিগেডের অনুশীলন নেই। আপাতত একদিন ছুটি কাটাচ্ছেন জেসন কামিংসরা। শহরে এসেই এই একটা দিনই বিশ্রাম পাবেন মোহনবাগানের নতুন কোচ। এরপর বৃহস্পতিবার থেকেই ছেলেদের নিয়ে মাঠে অনুশীলনে নেমে পড়বেন লোবেরা। বলাই বাহুল্য, এতদিন ভিসা সমস্যার কারণে কোচ হিসেবে নাম ঘোষণা হলেও ভারতে আসতে পারছিলেন না এই স্প্যানিশ মহারথী। ফলে তাঁর অনুপস্থিতিতে মোহনবাগানের ছেলেদের অনুশীলন করাচ্ছিলেন দলের ফিটনেস ট্রেনাররা।
গত সোমবার মাঠে দাপাদাপি করতে দেখা গিয়েছিল মোহনবাগান ফুটবলারদের। যদিও পায়ে ফোসকা পড়ার কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। তাছাড়া বাকিরা এদিন একেবারে পুরোদমে অনুশীলন করেছিলেন। যদিও মোহনবাগানের আনুষ্ঠানিক অনুশীলনের অনেক আগেই একেবারে নিজ দায়িত্বে অনুশীলনে নেমে পড়েন বাগানের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। তাঁর কথায়, “বেশিদিন ফুটবল থেকে দূরে থাকলে ছন্দ হারিয়ে যায়।”
অবশ্যই পড়ুন: ২১০ টাকার লটারিতেই ভাগ্য বদল, কোটিপতি হয়েও ঘুম উড়ল পুরুলিয়ার খেতমজুরের!
প্রসঙ্গত, তৎকালীন কোচ হোসে মোলিনার আমলে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড এবং কাপ দুইই জেতার পাশাপাশি একাধিক ট্রফি কাঁধে তুললেও সাম্প্রতিক কালে ডুরান্ড কাপ থেকে শুরু করে সুপার কাপে ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছিল মোহনবাগান। ফলে নতুন কোচের হাতে দায়িত্ব যাওয়ার পর একরাশ সাফল্য ধরা দেবে এমন আশা নিয়েই প্রহর গুনছে সবুজ মেরুনের ম্যানেজমেন্ট।