দু’বছরের জন্য IPL-এ নিষিদ্ধ হ্যারি ব্রুক, কেন ইংলিশ অধিনায়ককে এত কড়া শাস্তি দিল BCCI?

Harry Brook Banned From IPL for 2 years know reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা আগামী দু বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিষিদ্ধ হয়ে গেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook Banned From IPL)। 2028 সালের আগে IPL এ নামতে পারবেন না এই ইংলিশ ক্রিকেটার। এই সিদ্ধান্ত জানিয়েছে খোদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কিন্তু কেন? কেন হ্যারি ব্রুককে এত বড় শাস্তি দিল বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের শীর্ষ কর্তারা? নেপথ্যে কি কোনও বিশেষ কারণ?

কেন IPL থেকে নিষিদ্ধ হয়ে গেলেন ইংলিশ ক্রিকেটার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ইংল্যান্ড তারকার বাদ পড়ার কারণ তিনি নিজেই, এমনটাই দাবি করছেন ক্রিকেট মহলের একাংশ। বলাই বাহুল্য, 2023 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL এ হাতেখড়ি দিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার ব্রুক। সে বছর, SRH দলের হয়ে 11 ম্যাচে অংশ নিয়ে 190 রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল একটি সেঞ্চুরিও। তবে সবচেয়ে বড় বিষয়, পরবর্তী ম্যাচগুলিতে নিজের রানের ধারা অব্যাহত রাখতে পারেননি তিনি। ধারাবাহিকতা হারানোর পাশাপাশি প্রথম একাদশেও নিজের জায়গা ধরে রাখতে পারেননি ইংলিশ ক্রিকেটার।

শেষ পর্যন্ত, 13 কোটি 25 লাখের এই প্লেয়ারকে ছেড়ে দেয় হায়দরাবাদ। সেই সুযোগ লুফে নিয়ে ব্রুককে 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য 4 কোটিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে ঠিক প্রতিযোগিতা শুরুর আগেই এই ইংল্যান্ড ক্রিকেটার জানিয়ে দেন, বেশ কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি খেলতে পারবেন না। এসব সত্ত্বেও গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 6 কোটিরও বেশি মূল্য দিয়ে ফের নিলাম থেকে ব্রুককে কেনে দিল্লি। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। হ্যারি ফের স্পষ্ট জানান, পারিবারিক কিছু কারণে তিনি খেলতে পারবেন না। কাজেই প্রতিযোগিতার আগে বারবার এভাবে সরে দাঁড়ানোর কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ড তারকাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে দিল BCCI কর্তৃপক্ষ।

অবশ্যই পড়ুন: নতুন বছরে মহার্ঘ ভাতা নিয়ে ধাক্কা খেতে পারেন কর্মী ও পেনশনভোগীরা!

IPL এর নতুন নিয়ম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিলে যথেষ্ট সমস্যায় পরে দলগুলি। এত অল্প সময়ের মধ্যে বিকল্প ক্রিকেটার খুঁজে পাওয়াটা যথেষ্ট চাপের সেটা বুঝেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আর তারপরেই দলগুলির সমস্যাকে গুরুত্ব দিয়ে বিশেষ নিয়ম চালু করা হয়েছে IPL এ। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চালু হওয়া এই নিয়ম অনুযায়ী, এবার থেকে যদি কোনও ক্রিকেটার যুক্তিসঙ্গত কারণ ছাড়া টুর্নামেন্টের আগে সরে দাঁড়ান সেক্ষেত্রে তাঁকে পরবর্তী দু’বছরের জন্য নিষিদ্ধ হতে হবে। সেই নিয়মের বেড়াজালেই আটকে IPL 2026 এবং IPL 2027 এ অংশ নিতে পারবেন না ব্রুক।

Leave a Comment