“ওর প্রচন্ড অ্যাটিটিউড’, কেন ছাড়া হল ভেঙ্কটেশকে? মুখ খুললেন KKR-র হেড কোচ অভিষেক

Abhishek Nayar On Venkatesh Iyer regarding he is attitude

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঠিক আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার পর নিলাম থেকে তাঁকেই 23 কোটি 75 লাখের অভাবনীয় অর্থ দিয়ে কিনে নেয় কলকাতার নাইট রাইডার্স। যা সত্যিই অবাক করেছিল নাইট ভক্তদের। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে অনেকেই বিশ্বাস করছিলেন হয়তো দামের প্রতি সুবিচার করতে পারবেন তিনি। তবে সেটা হয়নি। নিজের প্রাপ্য অর্থের 10 শতাংশও দলের জন্য দেখাতে পারেননি তিনি। বারবার ব্যর্থ হওয়ার পর আইয়ারকে ছেড়ে দেওয়ার আর্জি জানাচ্ছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। IPL 2026 এর আগেই ভেঙ্কটেশকে ছেড়ে দিয়েছে KKR। কিন্তু কেন? এবার সেই কারণ নিয়েই মুখ খুললেন নাইটদের প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar On Venkatesh Iyer)।

কেন ভেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হল?

দীর্ঘ জল্পনার মুখে আইয়ারকে ছেড়ে দিয়ে বিপুল অর্থ বাঁচিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় অলরাউন্ডারকে কেন ছাড়ল শাহরুখ খানের দল সেটা জানতেন না অনেকেই। এবার তা নিয়েই ডিডি স্পোর্টসের দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শোতে মুখ খুললেন নাইট শিবিরের প্রধান কোচ অভিষেক। রিঙ্কু সিংদের হেডস্যার একেবারে খোলাখুলি জানালেন, ভেঙ্কটেশ আইয়ারকে তাঁর অত্যন্ত অ্যাটিটিউডের জন্যই দলে নেওয়া হয়েছিল।

নায়ারের কথায়, “ওর প্রচন্ড অ্যাটিটিউড। সেজন্যই আমি ওকে দলে নিয়েছিলাম। একদিন ভেঙ্কটেশ আইয়ার দাপটের সাথে আসে পারফর্ম করে এবং এরপর কারও দিকে না তাকিয়ে চলে যায়। আমাদের দেখে মনে হচ্ছিল, ও এখানে কাউকে খুশি করতে আসেনি। আমার সেই সময় খুব মনে হয়েছে, ওর মধ্যে অ্যাটিটিউড প্রচন্ড।”

এদিন কলকাতার নাইট রাইডার্সের নতুন পথপ্রদর্শক এও বলেন, “একটা ম্যাচ ছিল যেখানে একেবারে শেষ ওভারে আমাদের একজন বোলার চোট পেয়েছিলেন। তখন বাউন্ডারিতে দাঁড়িয়ে ভেঙ্কটেশ চিৎকার করে বলেছিল শেষ ওভারে আমি বল করতে চাই। তখন ওকে বল করতে দেওয়া হয় এবং ও বল করে। শেষ পর্যন্ত 18 রান হজমও করতে হয়েছিল ওকে। আমার ওর এই একটা জিনিস ভাল লাগে। সাফল্যের কথা না ভেবেও চেষ্টা করতো।” সব মিলিয়ে, ক্রমাগত ব্যর্থতা এবং তারপরও ভেঙ্কটেশের অত্যাধিক অ্যাটিটিউডই তাঁকে নাইট শিবিরে আর থাকতে দিল না!

 

অবশ্যই পড়ুন: দু’বছরের জন্য IPL-এ নিষিদ্ধ হ্যারি ব্রুক, কেন ইংলিশ অধিনায়ককে এত কড়া শাস্তি দিল BCCI?

উল্লেখ্য, গত 15 নভেম্বর, 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ ছাড়াও আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, মঈন আলির মতো মোট 10 জন নামজাদা ক্রিকেটারকে ছেড়ে দিয়ে 64.3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। যা এই মুহূর্তে অন্যান্য দলগুলির পার্স মানির থেকে অনেকটাই বেশি। আর এই অর্থ নিয়েই আগামী 16 ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে শুরু হতে যাওয়া মিনি নিলামে অংশ নিতে চলেছে KKR।

Leave a Comment