দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী! মৃত্যু দুজনার, ভয়ংকর কাণ্ড সন্দেশখালিতে

Sandeshkhali Road Accident

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্দেশখালির দোর্দণ্ড প্রতাপ শাসকদলের নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে। কিন্তু অভিযোগ, শাহজাহান জেলে বসেও করে চলেছেন একের পর এক হিংসাত্মক কাজ। আর সেই কাজে সাহায্য করছেন অনুগামীরা। হুমকি দিচ্ছেন স্থানীয়দের। আর এবার এই হুমকি হুঁশিয়ারির মাঝেই ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-র করা মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ঘটল ভয়ংকর কাণ্ড(Sandeshkhali Road Accident)। ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের।

দুর্ঘটনার কবলে শাহজাহানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী

বছর দুয়েক আগে ইডি তল্লাশির সূত্র ধরে একে একে প্রকাশ্যে আসে শাহজাহান শেখের কীর্তি। একের পর এক হিংসামূলক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল গোটা সন্দেশখালি। প্রায় প্রতিটি বাড়ি থেকে শোনা যাচ্ছিল অভিযোগ। দু’বছর হয়ে গেল সেই শাহজাহান জেলে রয়েছেন। এই অবস্থায় আজ, বুধবার, দুর্ঘটনার কবলে পড়ল শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-র করা মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়ি। মৃত্যু হয়েছে ভোলার ছেলে ও গাড়ি ড্রাইভারের। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ভোলা।

দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে গাড়িটি যখন বয়ারমারি পেট্রোল পাম্পের কাছ দিয়ে যাচ্ছিল তখনই একটি ট্রাকের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায় ভোলা ঘোষের গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় আহত ভোলা ঘোষকে ভর্তি করানো হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক। জানা গিয়েছে, ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে করে মালঞ্চর দিকে যাচ্ছিলেন ভোলা কিন্তু রাস্তাতেই সব শেষ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ি চালকের। তবে এখনও হাসপাতালে ভর্তি ভোলা।

আরও পড়ুন: আর ১১ দিন নয়! গরমের ছুটি নিয়ে নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের! কত দিন বন্ধ থাকবে স্কুল?

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে এসে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই ঘটনায় মূল অভিযুক্ত সন্দেশখালির তৎকালীন দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে রয়েছেন। কিন্তু, তার পরেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে শাহজাহানের অনুপস্থিতিতে তাঁর ঘনিষ্ঠ কিছু নেতা এখনও তাণ্ডব চালাচ্ছে সন্দেশখালিতে। তার মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা আদতে প্ল্যান মাফিক করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Comment