পোয়াবারো রাজ্যের কর্মীদের! জানুয়ারিতে টানা ৯ দিন ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

January Month Holidays

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছর পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তবে নতুন বছর মানেই তো নতুন পরিকল্পনা, আর যদি সঙ্গে একটু ছুটি কাটানো যায়, তাহলে তো সোনায় সোহাগা! সেই সূত্র ধরে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মুখে ফুটল হাসি। কারণ, জানুয়ারি মাসে দুই দফায় টানা ৯ দিন ছুটির (January Month Holidays) সুযোগ থাকছে। এবার নিশ্চয়ই ভাবছেন কোন কোন দিন ছুটি? চলুন বিস্তারিত জেনে নেবেন।

জানুয়ারি মাসে ছুটির তালিকা

আসলে প্রতি বছর জাতীয় ছুটির পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও বিশেষ কিছু ছুটি ঘোষণা করা হয়। গত কয়েকদিন আগেই ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। আর সেই অনুযায়ী দেখা যাচ্ছে, প্রথম দফায় ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে একটানা ছুটির সুযোগ রয়েছে। সেই সূত্রে ১০ জানুয়ারি, শনিবার সাপ্তাহিক ছুটি থাকছেই। এরপর ১১ জানুয়ারি, রবিবার সাপ্তাহিক ছুটি। ১২ জানুয়ারি, সোমবার বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। পাশাপাশি ১৪ জানুয়ারি, বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গোটা রাজ্যে সবকিছুই বন্ধ থাকবে। তবে এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র মঙ্গলবার, অর্থাৎ ১৩ জানুয়ারি যদি একটি ব্যক্তিগত ছুটি নেওয়া যায়, তাহলে একটানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে যা শীতের এই মরসুমে ছোটখাটো ট্রিপের জন্য একেবারে দারুণ সুযোগ।

আরও পড়ুন: ১ লক্ষ কোটি টাকা দাবিহীন ভাবে পড়ে রয়েছে! তুলে নেওয়ার আহ্বান মোদীর

অন্যদিকে জানুয়ারি মাসের দ্বিতীয় দফাতেও থাকছে টানা ছুটি। কারণ, শেষ সপ্তাহে টানা চারদিন ছুটি মিলছে। শুক্রবার, ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী এবং সরস্বতী পূজা উপলক্ষে তো ছুটি থাকছেই। পাশাপাশি ২৪ জানুয়ারি এবং ২৫ জানুয়ারি শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৬ জানুয়ারি, সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে। অর্থাৎ ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন সরকারি কর্মচারীরা বিশ্রাম নিতে পারবে। এছাড়াও জানুয়ারি মাসে আলাদা শনি ও রবিবার তো রয়েছেই। সেই দিনগুলোতেও পাওয়া যাবে ছুটি। এক কথায়, জানুয়ারি মাসের ছুটির তালিকা অনেকটাই লম্বা যা পরিবারসহ দার্জিলিং, ডুয়ার্স, পুরী, সুন্দরবন ঘুরে আসার জন্য একেবারে পারফেক্ট টাইমিং।

Leave a Comment