উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা পর্ষদের, উপকৃত হবে পড়ুয়ারা

Higher Secondary Examination (2)

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) আগে ফের বড়সড় নিয়ম পরিবর্তনের পথে হাঁটল শিক্ষা সংসদ। চতুর্থ এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সময় এবার দেওয়া হবে ছাড়। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ১০ মিনিট দেওয়া হবে। হ্যাঁ, পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফ থেকে ওএমআর শিট এবং প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে।

মিলবে ১০ মিনিট অতিরিক্ত সময়

সম্প্রতি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শেষ হয়েছে। আর সেখানে বেশ কিছু বিষয়ে পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা বিভিন্ন রকম অভিযোগ তুলেছিল। তার মধ্যে অন্যতম হল সময়ের অভাব। বিশেষ করে কমার্স এবং বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারা দাবি তুলেছিল অতিরিক্ত কিছু সময় দেওয়ার। সেজন্যই এবার ১০ মিনিট অতিরিক্ত সময় দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমতির উপরে নির্ভর করছে। এর জন্য বিকাশ ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে বলেছেন, পরীক্ষার সময় বাড়ানো হবে না। কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার্থে ১০ মিনিট আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, যাতে তারা প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। পরীক্ষায় কোনওরকম পরিবর্তন আনা হচ্ছে না। দ্বিতীয় সেমিস্টারে ১ ঘন্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টারে ২ ঘন্টার পরীক্ষা হবে। পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনওরকম নিয়ম পরিবর্তন আনা হচ্ছে না। তারা ৩ ঘন্টা ১৫ মিনিটই পরীক্ষা দেবে।

আরও পড়ুন: ১ লক্ষ কোটি টাকা দাবিহীন ভাবে পড়ে রয়েছে! তুলে নেওয়ার আহ্বান মোদীর

দেওয়া হবে না লুজ শিট

এদিকে এবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় অতিরিক্ত লুজ শিট দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা সংসদ। সংসদের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, প্রতিটি পরীক্ষার্থীর খাতার শেষে পরীক্ষকের সই থাকবে। আর সইয়ের পরে কিছু লেখা যাবে না। প্রশ্নপত্র হিসেবেই পর্যাপ্ত পরিমাণ খাতা দেওয়া হবে। আশা করা যায়, তাতে কোনও সমস্যা হবে না। বলাবাহুল্য, ২০২৬ এর ফেব্রুয়ারি মাস থেকেই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। আর এই পরীক্ষায় মূলত বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায় এবং শেষ হবে দুপুর ১২ টায়। তবে পরীক্ষার্থীদের হাতে ৯টা ৫০ মিনিটেই প্রশ্নপত্র তুলে দেওয়া হবে।

Leave a Comment