বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর কদমে চলছে IPL 2026 মিনি নিলামের প্রস্তুতি। প্রাথমিকভাবে নিলামের জন্য 1400 জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হলেও পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে 1005 জন প্লেয়ারের নাম। যোগ্যতার বিচারে কাটছাঁট করে 350 জন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত হয়েছে। তাঁদের নিয়েই আসন্ন নিলামে চলবে দর কষাকষি। আর সেই আসরে অতিরিক্ত অর্থ নিয়ে এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খানের এই দলটার সবচেয়ে বড় দুর্বলতা উইকেট রক্ষক না থাকা। হিন্দুস্থান টাইমসের একটি রিপোর্ট বলছে, এই ফাঁকা জায়গা ভরাট করতে এক তরুণ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে নিলাম থেকে কিনে নিতে পারে KKR (KKR Target Wicket-Keeper)।
এই ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিতে পারে KKR ফ্রাঞ্চাইজি
গত নভেম্বরে, রিটেনশন তালিকা প্রকাশ করার পাশাপাশি কুইন্টন ডি কক, গুরবাজ এবং লুভনিথ তিনজন উইকেট কিপার ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে কলকাতা। যার কারণে নাইটদের উইকেট কিপার-ব্যাটসম্যানের স্লট এখন সম্পূর্ণ ফাঁকা। কাজেই আসন্ন নিলাম থেকে দু একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যান কেনাটাই লক্ষ্য KKR এর। নিলামের আগেই নাইটদের সম্ভাব্য উইকেট কিপার হিসেবে ভেসে আসছে বেশকিছু নামও। আর সেই তালিকার প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান তামিলনাড়ুর তুষার রাহেজা।
বাঁ হাতি তামিলনাড়ু কিপারের এবারের নিলামের বেস প্রাইস 30 লক্ষ টাকা। বলাই বাহুল্য, গত ঘরোয়া চক্রে ব্যাট হাতে বিস্ফোরক হয়ে উঠেছিলেন এই ক্রিকেটার। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ 2025 এ প্রতিপক্ষের বোলারদের উপর নিজের ক্ষমতা দেখিয়েছিলেন তিনি। তুষারের ব্যাটিং দেখে ভয়ে কার্যত জড়োসড়ো হয়ে গিয়েছিলেন বোলাররা। গত সিজনে তিনিই গোটা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছিলেন। এই আসরে 60 এর বেশি গড় নিয়ে 488 রান করেছিলেন তুষার রাহেজা। অনেকেই বলেন, এই প্লেয়ারের সামনে বল করতে ভয় পান বহু বোলার। এবার সেই তরুণ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে নাকি কেনার জন্য মুখিয়ে রয়েছে KKR।
অবশ্যই পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় শাহরুখ খানের নাম
যদিও এ নিয়ে শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেন। তবে ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, ভারতের এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানকে অল্প দামে কিনে রাখতে পারলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লাভের ঘরেই থাকবে KKR। কে বলতে পারে এই তরুণ তুষারই IPL 2026 এ ব্যাট হাতে কামাল দেখিয়ে শিরোনামে উঠে আসবে না!