রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে আরও ঠান্ডা? আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: পরপর তিন চারদিন ১৫ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ডিসেম্বরেই পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র শীত (Weather Update) যেন জাঁকিয়ে বসেছে। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, অন্তত আরও সাত দিন জুড়ে রাজ্যে ঝোড়ো ব্যাটিং করবে শীত। উত্তরে হাওয়ার জোরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ধারাবাহিকভাবে নামছে। অন্যদিকে উত্তরবঙ্গেরও একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। যার ফলে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ায় বাধার সৃষ্টি হয়েছে। তবে ডিসেম্বর পড়তেই শীতের মেজাজ যেন নির্মেশেই পাল্টে গেল। সাগরে নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্তও তৈরি না হওয়ায় আপাতত শীতের আমেজ ভরপুর। এমনকি সেখানে ভাটা পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে নতুন করে পারদপতনেরও পূর্বাভাস নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নীচে থাকতে পারে বলে জানা গিয়েছে। দিনের বেলাতেও ঠান্ডা মেজাজ বজায় থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতেও বেশ ঠাণ্ডা পড়েছে। আগামী কয়েক দিন ১১–১৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে তবে ঘন কুয়াশার সতর্কতা নেই।

আরও পড়ুন: জেলে বসেই ষড়যন্ত্র! সাক্ষীকে খুনের ছক শাহজাহানের? সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে বড় তথ্য

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও শীতের মেজাজ বেশ স্পষ্ট। হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন ৪–৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের সমতল অঞ্চল, মালদহ, কোচবিহার, জলপাইগুড়িতে ১৩–১৫ ডিগ্রি ঘোরাঘুরি করবে পারদ। এছাড়াও এখানে কুয়াশার দাপট থাকবে বেশি। দার্জিলিং এলাকায় মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। সেই কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Leave a Comment