দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় T20-তে বাদ এই প্লেয়ার! কেমন হবে ভারতের পথম একাদশ?

India Vs South Africa second T20 team India possible playing 11

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টি-টোয়েন্টিতেই (India Vs South Africa) দক্ষিণ আফ্রিকাকে একপ্রকার জবাই করেছে ভারত। হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ ইনিংসের হাত ধরেই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছিল সূর্যকুমার যাদবের দল। ভারতের বোলাররা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেট খুঁজে পেয়েছিলেন ঠিকই, তবে এদিন টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে যথেষ্ট দুর্বল দেখাচ্ছিল। শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে উইকেট দিয়ে বসেন শুভমন গিল এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। পরবর্তীতে একে একে উইকেট হারাতে থাকে ভারত। বেশ কয়েকটি সূত্র বলছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে একাদশে এন্ট্রি নিতে পারেন ভারতের এক সুপারস্টার ক্রিকেটার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন ইনি

ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ক্ষমতা বোঝাবার পর এবার টি-টোয়েন্টিতেও প্রোটিয়াদের একতরফা হারাতে চাইছে টিম ইন্ডিয়া। মূলত সেই লক্ষ্যেই 20 ওভারের সীমিত ফরম্যাটে জোর কদমে চলছে প্রস্তুতি এবং রণকৌশল। News 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রথম টি-টোয়েন্টিতে টপ অর্ডারের ব্যর্থতাকে সামনে রেখে পরবর্তী ম্যাচ ভারতীয় দলে একটি বড় বদল আসতে পারে। শোনা যাচ্ছে, শুরুর দিকে না হলেও 5 নম্বর পজিশনে জিতেশ শর্মাকে বিশ্রামে পাঠিয়ে নামানো হতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারের শক্তি দ্বিগুণ করতে এই তারকা উইকেট কিপার ব্যাটসম্যানকে কাজে লাগাতে চাইছে টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি। আপাতত যা খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জয়ী একাদশে এ ছাড়া আর খুব একটা বদল আসবে না। যদিও বেশ কয়েকটি সূত্রের দাবি, কোনও এক বোলারের পরিবর্তে মাঠে নামতে পারেন গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে খ্যাত হর্ষিত রানা। যদি এই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আসেনি।

অবশ্যই পড়ুন: ভয় পান বোলাররা, সেই ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে কেনার পরিকল্পনা KKR-র!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, এবং বরুণ চক্রবর্তী।

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চন্ডিগড়ের মুল্লানপুরে অনুষ্ঠিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি। নির্ধারিত সূচি অনুযায়ী, দুই প্রতিদ্বন্ধীর এই দুর্ধর্ষ ম্যাচটি গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে।

Leave a Comment