সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবথেকে জনপ্রিয় কমপ্যাক্ট SUV Maruti Suzuki Brezza এবার আরও আধুনিক রুপে বাজারে আসতে চলেছে। হ্যাঁ, 2022 সালে নতুন প্রজন্মের Brezza লঞ্চ হওয়ার পর প্রথম বড় আপডেট আনতে চলেছে এবার মারুতি। জানা যাচ্ছে, সংস্থাটি বর্তমানে মডেলের ফেসলিফট ভার্সন টেস্টিং পর্যায়ে রেখেছে এবং আশা করা যাচ্ছে যে, আগামী বছরই বাজারে নতুন রূপে আসতে পারে Brezza। তবে এই আপডেটের মাধ্যমে ডিজাইন, ইন্টেরিয়ার এবং সেফটি ফিচারে কিছু পরিবর্তন আসতে পারে।
ডিজাইনে কী বদল আসছে?
বাইরের লুক সম্পূর্ণরূপে পরিবর্তন না করা হলেও নতুন Brezza হবে আরও স্টাইলিশ এবং স্পোর্টি। সাম্প্রতিক টেস্ট মডেলের ছবিতে কিছু হাইলাইট ধরা পড়েছে। সেক্ষেত্রে ব্ল্যাক ফিনিশে নতুন অ্যালয় হুইল দেওয়া হতে পারে। পাশাপাশি ফ্রন্ট প্রোফাইলে আরও স্লিম হেডলাইট এবং উন্নত ডিআরএল আউটলাইন থাকতে পারে। পিছনের দিকে এলইডি লাইট বার যুক্ত টেইল সেকশন থাকবে এবং নতুন স্কাল্পটেড ডিজাইনের বাম্পারও দেওয়া হতে পারে। অর্থাৎ, সম্পূর্ণ গঠন একই থাকলেও Brezza এর রোড প্রেজেন্ট আরও শার্প এবং মডার্ন হয়ে উঠবে।
এদিকে ইন্টেরিয়ারে বড় কোনও পরিবর্তন না আসলেও গাড়ির ভেতরে কয়েকটি রিফাইন্ড আপডেট থাকতে পারে। প্রথমত, নতুন সিট ফ্যাব্রিক এবং রঙের অপশন আসতে পারে এবং কেবিনেট ডিজাইনে সামান্য পরিবর্তন হতে পারে। দ্বিতীয়ত, ইউজার এক্সপেরিয়েন্স বাড়াতে নতুন ফিচার অ্যাডিশন দেওয়া হতে পারে। তবে আগের মতোই 7 ইঞ্চি এবং 9 ইঞ্চির টাচস্ক্রিন দেওয়া হবে। এদিকে টপ ভেরিয়েন্টগুলিতে অতিরিক্ত কিছু সেফটি ফিচার্স যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মারুতি এখনও পর্যন্ত তা প্রকাশ্যে আনেনি।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা পর্ষদের, উপকৃত হবে পড়ুয়ারা
ইঞ্জিনে কি পরিবর্তন আসছে?
যদিও মারুতি এই ফেসলিফট ভার্সনে ইঞ্জিনে কোনওরকম পরিবর্তন আনছে না। জানা যাচ্ছে, আগের মতোই 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে যা 103 bhp পাওয়ার এবং 137 Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর ট্রান্সমিশনের অপশন থাকবে সেই আগের মতোই। 5-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং 6-স্পিড অটোমেটিক গিয়ার বক্স থাকবে। পাশাপাশি সিএনজি ভেরিয়েন্টও রয়েছে। বিশেষ করে যারা ফুয়েল ইকোনমিতে ভরসা করেন, তাদের জন্য Brezza এর এই নতুন ফেসলিফট ভার্সন হতে পারে দারুণ বিকল্প। আর এই গাড়ি লঞ্চ হওয়ার পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Hyundai Venue, Tata Nexon, Kia Sonet, Mahindra XUV300 গাড়িগুলির সঙ্গে। শুধু এখন লঞ্চ হওয়ার পালা।