প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষুদ্র হস্তশিল্পীদের ব্যবসা সকলের কাছে তুলে ধরতে এবং রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি শিল্পকর্মের জনপ্রিয়তা বাড়তে প্রতি বছর জেলায় জেলায় আয়োজন করা হয় সবলা মেলা (Sabala Mela)। আর এই মেলার দায়িত্বে থাকে রাজ্য সরকার। গ্রামের মহিলাদের কাঁথাস্টিচ, তাঁতশিল্পীদের তৈরি জামদানি সহ বিভিন্ন প্রকার সিল্কের শাড়ি, পোড়ামাটির শো-পিস, পাটের তৈরি রংবেরঙের শো-পিস, কাঠের তৈরি শিল্পকর্ম বিক্রি হয় মেলায়। কিন্তু এবার এই মেলা নিয়ে উঠে এল বড় খবর। টাকার অভাবে নাকি প্রতি জেলায় এবার সবলা মেলা বসবে না।
জেলায় জেলায় হবে না সবলা মেলা
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের তরফে জানানো হয়েছে, প্রতি বছর রাজ্যের ২৩টি জেলায় সবলা মেলা হয়ে থাকে। সেই মেলায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন। এই মেলার জন্য ফি বছর অর্থ দফতর জেলা প্রতি বারো লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করত। কিন্তু এবার সেই আয়োজনে ভাটা পড়ল। আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নবান্ন থেকে অর্থ দফতর স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরকে জানিয়েছে, কোষাগারে আর্থিক সংকটের কারণে তারা এবার টাকা দিতে পারবে না। এই প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন যে, ‘‘অর্থ দফতর টাকা দিতে পারবে না আমাদের জানিয়েছে। তাই মেলার জন্য পশ্চিমবঙ্গ স্ব-রোজগার নিগমকে দায়িত্ব নিতে বলা হয়েছে।’’
কেন্দ্রকে দোষারোপ মন্ত্রীর
উল্লেখ্য, জেলায় জেলায় সবলা মেলা প্রতি বছর ডিসেম্বরেই শুরু হয়ে যায়। কিন্তু এবার এখনও পর্যন্ত মেলা হবে কিনা সে বিষয়ে সকলেই অন্ধকারে নিমজ্জিত। এই প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘জেলায় জেলায় সবলা মেলার জন্য ফাইল এখনও আসেনি। কেন্দ্র রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের ভাঁড়ার থেকে যাবতীয় উন্নয়নের কাজ করছে। আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থে লড়ে যাচ্ছেন। কেন্দ্রের বঞ্চনার জন্য আমাদের ভুগতে হচ্ছে।’’ তবে জেলাভিত্তিক সবলা মেলা না হলেও কেবল রাজ্যভিত্তিক মেলা জানুয়ারি মাসে নিউটাউনে অনুষ্ঠিত হবে। ওই মেলার জন্য নবান্ন ২ কোটি ৮০ লক্ষ টাকা অনুমোদন করেছে।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় শাহরুখ খানের নাম
প্রসঙ্গত সারা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে দশ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী দফতর থেকে সুবিধা পেয়ে থাকেন। তাঁদের তৈরি বিভিন্ন জিনিসের যথাযথ বিপণনের জন্য সরকারি তরফে জেলায় জেলায় ফি বছর সবলা মেলার আয়োজন করা হয়ে থাকে। এবার জেলার মেলা না হওয়ার জন্য হতাশ রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আর্থিক পরিস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন।