সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ ডিসেম্বর, বুধবার। রাজ্যের কর্মীদের টানা ছুটি, শেখ শাহজাহানের সাক্ষীর মৃত্যু, বাবরি মসজিদের তহবিলের বিদেশি অর্থ, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) চাঁদের দক্ষিণ ভারতে বিদ্যুতের সন্ধান দিল চন্দ্রযান-৩
ভারতের চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে বিদ্যুতের সক্রিয় পরিবেশের প্রমাণ দিল। ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত সংগৃহীত তথ্য দেখাচ্ছে, এখানে নাকি প্রতি ঘন সেন্টিমিটারে ৩৮০ থেকে ৬০০ ইলেক্ট্রন রয়েছে। আর তাদের তাপমাত্রা ৩০০০ থেকে ৮০০০ কেলভিন পর্যন্ত। প্লাজমা উপস্থিতি সূর্য থেকে আসা আলোর উইন্ড এবং ফটো ইলেকট্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হচ্ছে এই বিদ্যুৎ। এক কথায়, চাঁদের দক্ষিণ মেরু বৈদ্যুতিকভাবে সক্রিয় এবং জটিল পরিবেশের প্রমাণ দিচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পশ্চিমবঙ্গে স্কুলে কমল গ্রীষ্মকালীন ছুটি
২০২৬ থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে এবার ১১ দিন থেকে ৬ দিনে সীমিত করল, যা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত থাকবে। বোর্ডের মতে, এতে পড়াশোনার সময় বাড়বে এবং শিক্ষার্থীদের ক্ষতিটাও কম হবে। দুর্গাপূজা, কালীপূজা এবং ভাইফোঁটার জন্য অনেকটাই ছুটি থাকে। উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ ২০২৬-এ চতুর্থ সেমিস্টার পরীক্ষায় প্রতিটি উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় পরীক্ষকের স্বাক্ষর বাধ্যতামূলক করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) হুমায়ুনের বাবরি মসজিদের তহবিলের বিদেশি অর্থ, তলব এসবিআই-এর
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের জন্য বিধায়ক হুমায়ুন কবীরের তহবিলে এবার বিদেশী অনুদান জমা পড়ল। আর সেই কারণেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তলব করেছে। দান বাক্সে সৌদি রিয়েল, মালয়েশিয়ার টাকা এবং বাংলাদেশের মুদ্রাসহ বিপুল পরিমাণে অর্থ জমেছে যা ব্যাঙ্কের অনুমোদিত সীমা অতিক্রম করে ফেলেছে। আর অনুদান নিয়ে রাজনৈতিক উত্তেজনাও এখন তীব্র। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে কেন্দ্র করে জোড় তর্কে লুপ্ত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) দুর্ঘটনায় মৃত্যু শেখ শাহজাহানের অন্যতম সাক্ষীর
সন্দেশখালিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছেলে এবং গাড়ি চালকের। গুরুতর আহত ভোলা বর্তমানে হাসপাতালে ভর্তি। বুধবার সকালবেলা বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে তাদের গাড়িতে ট্রাকের প্রবল ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। শাহজাহান রেশন দুর্নীতি মামলায় জেলে থাকলেও অভিযোগ উঠছে, তার অনুগামীরা এলাকায় এখনও পর্যন্ত তাবড় দেখিয়ে বেড়াচ্ছে এবং সাক্ষীদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) আইএমএফ-এর রিপোর্টে বিরাট চমক ইউপিআই-এর
বিশ্বের ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে ভারতের ইউপিআই এখন সবথেকে এগিয়ে। আইএমএফ-এর গ্রোয়িং রিটেইল ডিজিটাল পেমেন্ট প্রতিবেদনে ইউপিআই-কে বিশ্বের বৃহত্তম রিটেইল ফাস্ট পেমেন্ট সিস্টেম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে গোটা বিশ্বের ৪৯% রিয়েল টাইম লেনদেন ইউপিআই-এর মাধ্যমে হয়ে থাকে। কেন্দ্র সরকার, আরবিআই এবং এনপিসিআই মিলিয়ে ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের মধ্যে ইউপিআই ব্যবহারে দিনের পর দিন জোর দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ২০৩০ সালের মধ্যে ভারতে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ অ্যামাজনের
অ্যামাজন ঘোষণা করেছে যে, তারা ২০৩০ সালের মধ্যে ভারতে মোট ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। আর এই অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা, রপ্তানি বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র বিস্তারে ব্যবহার করবে। সংস্থাটি গত ১৫ বছরে ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আর নতুন এই পদক্ষেপ আগামী ৫ বছরে মোটামুটি ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে বলে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) শাহরুখ খানের মুকুটে উঠল আন্তর্জাতিক সম্মান
২০২৫ সালে শাহরুখ খানের সাফল্যের ঝুলিতে যুক্ত হল এক আন্তর্জাতিক সম্মান। হ্যাঁ, প্রথম ভারতীয় হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের মোস্ট স্টাইলিস্ট তালিকায়। এই বছর জাতীয় পুরস্কার, ১০ হাজার কোটির ক্লাবে প্রবেশ এবং পুত্র আরিয়ানের পরিচালনা ও অভিনয় সবমিলিয়ে তাঁর কেরিয়ারের সবথেকে উজ্জ্বল বছর। মেট গালায় সব্যসাচীর তৈরি বন্ধ গলার পোশাকে তিনি বিশ্ব ফ্যাশন নিয়ে নজর কেড়েছেন। যে কারণে তিনি এই তালিকায় উঠলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম সংসদের
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন করল শিক্ষা সংসদ। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় এবার প্রশ্নপত্র এবং ওএমআর শিট ১০ মিনিট আগে দেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা প্রশ্ন পড়তে পারে। কিন্তু পরীক্ষার সময় বাড়ানো হচ্ছে না। দ্বিতীয় সেমিস্টার হবে ১ ঘন্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টার হবে ২ ঘন্টায়। এদিকে অতিরিক্ত লুজ শিটও দেওয়া হবে না বলে জানানো হয়েছে। খাতা শেষে পরীক্ষকের সইয়ের পর আর কোনওভাবে লেখা যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আসানসোলের কয়লা খনিতে আর্থিক সংকট, বেতন মিটছে না শ্রমিকদের
আসানসোলের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ভয়াবহ আর্থিক সংকটে পড়ল। গত অর্থবছর যেখানে লোকসান ছিল ১০৫.৫৭ কোটি টাকা, সেখানে চলতি অর্থ বছরে অক্টোবর পর্যন্ত ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯.৪৯ কোটি টাকা। অর্থাৎ, ৫৫০% বৃদ্ধি। আর তহবিলে অবশিষ্ট রয়েছে মাত্র ১০০০ কোটি টাকা। তাই শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, বকেয়া মেটাতে সমস্যা সৃষ্টি হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১২ ডিসেম্বর অর্ধেক এবং ২২ ডিসেম্বর বাকি বেতন দিয়ে দেওয়া হবে। এমনকি রবিবার কাজের দ্বিগুণ মজুরিও বন্ধের প্রস্তাব আসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) জানুয়ারিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টানা নয়দিন ছুটি
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ হতেই খুশি হল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। জানুয়ারি মাসে দুই দফায় মোট টানা নয় দিনের ছুটির সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ে ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে সাপ্তাহিক ছুটি এবং বিবেকানন্দ জয়ন্তী রয়েছে, আর মকর সংক্রান্তি মিলিয়ে ছুটি পাওয়া যাবে। ১৩ জানুয়ারি একটি ব্যক্তিগত ছুটি নিলে মোট পাঁচ দিন ছুটি উপভোগ করা যাবে। আবার দ্বিতীয় দফায় ২৩ থেকে ২৬ জানুয়ারি নেতাজি জয়ন্তী, সাপ্তাহিক ছুটি এবং প্রজাতন্ত্র দিবস মিলিয়ে টানা চার দিন ছুটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন