সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ (West Bengal Teacher Recruitment) নিয়ে জল্পনা। দীর্ঘ দুই বছর পর টেট পরীক্ষার পথে হাঁটছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও এখনই স্পষ্টভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে শুক্রবার এক বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পরিষ্কার যে, পর্ষদ শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ই-টেন্ডারেই মিললো ইঙ্গিত
বেশিরভাগ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ফ্রিস্কিং, বায়োমেট্রিকসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পর্ষদ। আর সেই উদ্দ্যেশ্যে এবারে বেসরকারি সংস্থার সাহায্যে ই-টেন্ডার প্রকাশ করা হয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, খুব শীঘ্রই টেট পরীক্ষা আয়োজিত হতে চলেছে।
কী উদ্দেশ্যে নেওয়া হবে টেট পরীক্ষা?
তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, প্রায় 3000 স্পেশাল এডুকেটার পদ খালি রয়েছে রাজ্যে। আর সেজন্যই এবারের টেট পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এমনকি আগামী আগস্ট মাসে ডিএলএড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আর এই পরীক্ষাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্যই ই-টেন্ডার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন যে, স্পেশাল এডুকেটার নিয়োগের জন্যই টেট পরীক্ষার আয়োজন করতে হবে। তাছাড়া ডিএলএড পরীক্ষার দায়িত্ব প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর দেওয়া হবে। ইতিমধ্যেই হাইকোর্ট স্পেশাল এডুকেটার নিয়োগের বিষয়ে নির্দেশ দিয়েছিল। তবে রাজ্যে ওবিসি সংক্রান্ত ইস্যুতে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে।
আরও পড়ুনঃ কসবা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়! হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের, দাবি …
প্রশ্ন তুলছে শিক্ষকমহলের একাংশ
তবে এই ই-টেন্ডার হাতে পেতেই শিক্ষকমহলের একাংশ দাবি করছে যে, রাজ্য সরকারের আওতায় এত পুলিশ, র্যাপ, সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও কেন বেসরকারি সংস্থাকে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হচ্ছে? তাহলে কি প্রশাসন পরীক্ষার দায়িত্ব নিতে ভয় পাচ্ছে? সাধারণভাবে পরীক্ষার বাইরের নিরাপত্তা রাজ্য পুলিশ সামলালেও এবার বেসরকারি সংস্থার পথেই হাঁটছে রাজ্য। আর সেজন্যই তাদের এই দাবি।
এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেছেন যে, পরীক্ষা ঠিকই হচ্ছে। তবে নিয়োগ হচ্ছে না। এভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ফি তুলে রাজ্য কোষাগার ভর্তি করছে। এমনকি 2023 সালের ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ফলই এখনো প্রকাশ করতে পারেনি পর্ষদ। আর 2022 সালের টেট পরীক্ষার ফল প্রকাশিত হলেও ওবিসি সংরক্ষণ জটিলতাকে দায়ী করে রাজ্য এখনও নিয়োগই শুরু করেনি।